লাউহাটিতে হজ্ব কর্মশালা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে সমাজকর্মী একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : রবিবার, উঃ চব্বিশ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার লাউহাটি বাখতেয়ারি সেবা সদনের পরিচালনায় একদিনের হজ্ব প্রশিক্ষণ শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর বন্দোবস্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে হজ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার পাশাপাশি মেডিকেল ক্যাম্পে আগত ডাক্তারবাবু ও রোগীদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ, ছিলেন হাজী বদর উদ্দিন আহমেদ, মান্নান, মাওঃ সিরাজুল,ডাঃ কবীর আহমেদ প্রমুখ।