দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গায় ক্লিন চিট পাওয়া নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানী সোমবার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০০২ সালের গুজরাটে ভয়াবহ দাঙ্গার শিকার কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া ন্যায় বিচার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন । সেই আবেদানের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী সোমবার। গুজরাট  সরকার গঠিত তদন্তকারী দল বর্তমানে প্রধানমন্ত্রী তথা তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই মামলায় ক্লিন চিট দেওয়ার পর ২০১৬ সালের মার্চ মাসে গুজরাট হাইকোর্টে পিটিশন দাখিল করেন জাকিয়া। তবে উচ্চ আদালত তাঁর আবেদন খঅরিজ করে দেয়। সেই মামলা হাইকোর্ট বাতিল করার পর নতুন করে তিনি সুপ্রিম কোর্টে আবেদন  করেন ।

গত বছর গুজরাট হাইকোর্ট ওই ঘটনাকে ‘বৃহত্তর ষড়ষন্ত্রের’ আখ্যা দিয়ে ওই মামলা বাতিল করে দেয়। অন্য দিকে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর তরফে মোদী-সহ আরও বেশ কয়েকজনকে ক্লিন চিট দেয়।

Advertisement

উল্লেখ্য, জাকিয়া কংগ্রেস সাংসদ এহসান জাফরির বিধবা পত্নী। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আমদাবাদের গুলবার্গ সোসাইটির ওই ঘটনায় এহসান-সহ ৬৯ জনকে খুন করা হয় বলে অভিযোগ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − six =