কলকাতা 

ছুটির দিন ছাড়া অন্য দিনে শিক্ষকরা মিছিল-মিটিং করলে কড়া পদক্ষেপ রাজ্যের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মোদী সরকারের পথেই এ রাজ্যের সরকার হাঁটতে চলেছে । কয়েক দিন আগেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিন্ন মতপ্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বার স্কুল শিক্ষকদেরও মিছিল-মিটিংয়ে যোগ দেওয়ার উপর বিশেষ নির্দেশ কার্যকর করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। তবে কেন্দ্রের সঙ্গে তফাত, ছুটির দিনগুলোতে মিছিল-মিটিংয়ে যোগ দিতে কোনো বাধা থাকছে না স্কুল শিক্ষকদের।

আগামী ২৫ নভেম্বর শিক্ষক কনভেশন  করতে চলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মেনেই ওই কনভেনশনের জন্য বেছে নেওয়া হয়েছে ছুটির দিনকে। কারণ,  এ বার থেকে কাজের দিনে শিক্ষকরা সমাবেশ যোগ দিলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

Advertisement

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, স্কুলে না এসে সমাবেশে যোগ দেবেন আবার হাজিরা খাতায় সই-ও করবেন না, তা চলবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। যে সমস্ত শিক্ষক ওই নির্দেশ মানবেন না, তেমন হলে তাঁদের বেতন পর্যন্ত কেটে নেওয়া হবে।

ছবি : প্রতীকি


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − four =