দেশ 

দল ছাড়লেন মন্ত্রীসহ ৩০০ জন নেতা কর্মী, বিধানসভা নির্বাচনের আগে বেশ অস্বস্তিতে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের রাজনীতিতে উলাট পূরাণ শুরু হয়েছে । এতদিন ধরে অন্য দল ভেঙে বিজেপিতে যোগ দিচ্ছিল রাজনীতিন কারবারীরা । এবার বিজেপি ভেঙে দলে দলে কংগ্রেসে যোগ দিচ্ছে বিজেপি নেতা-মন্ত্রী ও সমর্থকরা ।রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। বিজেপি ছাড়লেন অন্তত ২৫০ জন নেতা-কর্মী। আর ও ৫০ জন নেতা দল ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন । এমনকী বিজেপি মন্ত্রী সুরেন্দ্র গোয়ালাও দল ছেড়ে কংগ্রেসে ডোগ দিয়েছেন। রাজস্থানে ভোটের মুখে ফের একবার অস্বস্তিতে পড়ল শাসক দল।
প্রার্থী তালিকা প্রকাশের পরই বাধল গোল। যে নেতারা প্রার্থী হতে পারেননি, তাঁদের সমর্থকরা সকাল থেকে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। স্লোগান দিতে থাকেন।

বিধায়ক বাদ পড়তেই গন্ডগোল টিকিট না পাওয়া নেতাদের মান ভাঙানোর দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে। বিশেষ করে আজমেড়ের কিষাণগড় কেন্দ্র থেকে বিধায়ক ভগীরথ চৌধুরী বাদ পড়া নিয়েই সমর্থকরা গন্ডগোল শুরু করে দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ডাকতে হয় সামাল দিতে।
পুলিশ পাহারা বসানো হয়েছে বিজেপি পার্টি অফিসের সামনে। যাতে বিক্ষোভকারীরা ভাঙচুর করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।বিজেপির প্রার্থী তালিকায় বিজেপি রাজস্থান বিধানসভা নির্বাচনে ১৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে। এর মধ্যে রয়েছেন ৮৫ জন বিধায়ক। ২৫ জন নতুন মুখকে রাখা হয়েছে বিজেপির তালিকায়। মহিলা প্রার্থী হিসেবে রয়েছেন ১২ জন। ওই তালিকায় রয়েছেন ১৭ জন তপশিলি জাতিভুক্ত প্রার্থী আর ১৯ জন তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 5 =