কলকাতা 

National Science Day : স্কুল কলেজের বিজ্ঞান পড়াশুনা নিয়ে কি ভাবছেন, জাতীয় বিজ্ঞান দিবসে অনুসন্ধানের অনলাইন আলাপচারিতায় বলবেন বর্তমান প্রজন্মের কৃতী গবেষকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

  *জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন*

      ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ¤ সন্ধ্যা ৭:৩০

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

              অনলাইনে আলোচনা

● সূচনা সংগীত – ড.নিপম কুমার সাইকিয়া

● স্বাগত কথা – অধ্যাপক মতিয়ার রহমান খান

● শুভারম্ভ – ড দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

● বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান দিবস – ড.মানস প্রতিম দাস

● আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স – মলয় বড়াল (নেদারল্যান্ড)

● প্যানেল ডিসকাশন [অংশগ্রহণে কয়েকজন কৃতী ছাত্র বর্তমানে গবেষক]

বিষয় : স্কুল-কলেজে বিজ্ঞান-পড়াশোনা আর কাজের জগৎ : প্রয়োজন সুন্দর সমন্বয়

Panelists :

1. Dr. Sandip Mondal, Post-Doctoral Fellow, The Ohio State University, USA

2. Sk Simran Akhtar, Software Engineer, Siemens, JU alumnus.

3. Najirul Haque

Research scholar

Department of chemistry

University of Kalyani.

● সভাপতি – ড.অমলেন্দু বসু

● ধন্যবাদ জ্ঞাপন – শেখ আলী আহসান

● সঞ্চালনা – গৌরাঙ্গ সরখেল

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

        সৌজন্যে : অনুসন্ধান কলকাতা

বিশেষ প্রতিনিধি: বিস্তর গবেষণা চলছে সারা দেশে বিজ্ঞানের পড়াশোনা ও তার অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক প্রয়োগ নিয়ে। রাজ্যও তার বাইরে নয়, আমাদের রাজ্যে স্কুল-কলেজে বিজ্ঞান-পড়াশুনা অন্যান্য অনেক রাজ্যের তুলনায় বেশ খানিকটা এগিয়ে, এমন ধারণার মান্যতা পেলেও সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন, বিজ্ঞানের এই পড়াশোনা কর্ম জগতের সঙ্গে কতখানি মেলবন্ধন ঘটাতে পারছে। অবশ্য ভিন্নমতও যে নেই, তা নয়। রাজ্যের বহু কৃতী ছাত্র-ছাত্রী, গবেষক আজ দেশ-বিদেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে একদম সামনের সারিতে আছেন, বিজ্ঞানের সামগ্রিক উন্নতিতে তাঁদের ভূমিকা আজ সুবিদিত।

গুরুত্বপূর্ণ এই সমস্ত দিক খেয়াল রেখে এবারের জাতীয় বিজ্ঞান দিবসে অনুসন্ধান কলকাতার আলাপচারিতায় প্যানেল ডিসকাশনের বিষয় রাখা হয়েছে, স্কুল-কলেজে বিজ্ঞান-পড়াশোনা আর কাজের জগত : প্রয়োজন সুন্দর সমন্বয়। এই প্যানেল আলোচনায় অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক সন্দীপ মন্ডল, যাদবপুর ইউনিভার্সিটির বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার শেখ সিমরান আখতার এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিশিষ্ট গবেষক নাজিরুল হক।

অনুসন্ধান কলকাতার চিফ অ্যাডভাইজার বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান বলেন, এই আলোচনা মূলত আমাদের রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে করা হচ্ছে, যাতে তারা পড়াশোনার সঙ্গে ভবিষ্যতের বিস্তৃত কর্মজগতের সাযুজ্য খুঁজে পায় এবং তারও আগে ছাত্র-ছাত্রীদের নিজস্ব মন-মানসিকতা, ভালোলাগা ও দক্ষতার বিকাশ ঘটাতে পারে আর সেই মতো নির্বাচন পরিণীতি করে নিজের পড়াশোনার ক্ষেত্র।

প্যানেল ডিসকাশন-এর পাশাপাশি জাতীয় বিজ্ঞান দিবসের এই আয়োজনে দুটি বিশেষ বক্তৃতার ব্যবস্থাও করা হয়েছে। এক) বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান দিবস নিয়ে বলবেন বিশিষ্ট লেখক এবং বিজ্ঞান প্রসারে একজন বিশিষ্ট অগ্রগণ্য ব্যক্তিত্ব ড.মানস প্রতিম দাস। দুই) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলবেন প্রবাসী বাঙালি নেদারল্যান্ড থেকে বিশিষ্ট প্রকৌশলী মলয় বড়াল।

অনুষ্ঠানের শুভ সূচনা করবেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্সের ডাইরেক্টর বিশিষ্ট বিজ্ঞানী ড. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং সভাপতিত্ব করবেন টেকনিক্যাল এডুকেশনের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর বিশিষ্ট শিক্ষা আধিকারিক ড. অমলেন্দু বসু।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ