কলকাতা 

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার কারণে ৯ মার্চ নয়,১০ ই মার্চ মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে ধর্মঘট ডাকলো সরকারি কর্মচারী সংগঠনের জোট যৌথ সংগ্রামী মঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে রাজ্য সরকারের কর্মচারীরা অবস্থান বিক্ষোভ করে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের ২৮ টি সংগঠনের জোট যৌথ সংগ্রামী মঞ্চের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ চলছে শহীদ মিনারে। গত কুড়ি ও একুশে ফেব্রুয়ারি দুদিন ব্যাপী যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে পেন ডাউন কর্মসূচি সরকারি কর্মচারীরা করেছিল। গতকাল একুশে ফেব্রুয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী ৯ই মার্চ সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলি ধর্মঘট পালন করবে।

কিন্তু এই ঘোষণার পরেই দেখা যায় নয় মার্চ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের শেষ পরীক্ষা রয়েছে। তাই আজ বাইশে ফেব্রুয়ারি পুনরায় বৈঠকে বসে যৌথ সংগ্রামী মঞ্চ সেখানে সিদ্ধান্ত হয় আগামী দশই মার্চ এই ধর্মঘট করা হবে। মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামায় চাপে পড়েছে রাজ্য সরকার। তবে মহার্ঘ ভাতা না দেওয়া হলে এই আন্দোলন যে আরো তীব্র হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ