দেশ 

সিবিআই প্রধান অলোক ভার্মার তদন্ত রিপোর্ট শীর্ষ আদালতে মুখ বন্ধ খামে জমা দিল সিভিসি , ঘুষ কান্ডে কী বেকসুর খালাস ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সোমবার সিবিআই প্রধান অলোক ভার্মার বিরুদ্ধে সেন্ট্রাল ভিজিল্য়ান্স কমিশনের তদন্ত রিপোর্ট একটি মুখ বন্ধ করা খামে  শীর্ষ আদালতে জমা দেওয়া হয়েছে। তবে, এই রিপোর্ট-এ কী রয়েছে তা এদিন প্রকাশ্যে জানায়নি আদালত। শুক্রবার এই নিয়ে শুনানি হবে। সিবিআই প্রধান অলোক ভার্মার বিরুদ্ধে ২ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে এই তদন্ত চলছিল। সিভিসি-র এই তদন্তে নেতৃত্ব দেন প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়েক।

বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে  এই তদন্তে সেন্ট্রাল ভিজিল্য়ান্স কমিশন অলোক ভার্মার বিরুদ্ধে তেমন কোনও শক্তিশালী তথ্য-প্রমাণ পায়নি। ফলে, অলোক ভার্মার বিরুদ্ধে ২ কোটি টাকার ঘুষ নেওয়ার যে অভিযোগে সিভিসি তদন্ত শুরু করেছিল তাতে তাঁর ক্লিনচিট পাওয়া একপ্রকার নিশ্চিত বলেই এই সূত্রে দাবি করা হয়েছে।

Advertisement

২৩ অক্টোবর সিবিআই প্রধান অলোক ভার্মা-কে ছুটিতে পাঠানো হয়েছিল। তার আগের রাতেই অলোক ভার্মার বিরুদ্ধে ঘুষের অভিযোগে তদন্ত শুরু করে সিভিসি। অলোক ভার্মাও এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই মামলায় অলোক ভার্মা-কে ছুটি রাখার সিদ্ধান্তে সিলমোহর দিলেও, সিভিসি-র তদন্তে নজর রাখার জন্য প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়েক নিয়োগ করেছিলেন।

শুক্রবারই অলোক ভার্মার বিরুদ্ধে তাদের তদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি করে ফেলেছিল সিভিসি। সূত্রে যা খবর তাতে তাঁর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছিল তার কার্যত কোনও প্রমাণই মেলেনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + 13 =