জেলা 

ছুটির দিনে দেগঙ্গার মাদ্রাসায় সারপ্রাইজ ভিজিটে বোর্ড সদস্য একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, দেগঙ্গা :  চলতি মাসের ২৩ শে ফেব্রুয়ারি শুরু হতে চলা পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের অধীনস্থ হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কর্মপদ্ধতি অবলম্বন করে চলেছে।

১৮ ই ফেব্রুয়ারি ছুটির দিন, উঃ চব্বিশ পরগনা জেলার আরিজুল্লাপুর হাই মাদ্রাসায় উপস্থিত হয়ে সব রকমের ব্যবস্থা খতিয়ে দেখেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য ও কর্মাধ্যক্ষ জেলা পরিষদ একেএম ফারহাদ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সদস্য একেএম ফারহাদ জানান, আগামী বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীন হাই মাদ্রাসা,আলিম,ফাজিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন ও সরকারি আধিকারিকদের সহায়তায় মাদ্রাসা শিক্ষা পর্ষদ সাফল্যের সঙ্গে শেষ করবে বলে তিনি জানান।

Advertisement

পাশাপাশি তিনি বলেন, দেগঙ্গার ঐতিহ্যশালী আরিজুল্লাপুর সহ অন্যান্য মাদ্রাসার সামগ্রিক পরিকাঠামো,ছাত্রীদের শৌচালয় বসার ব্যবস্থা,পানীয় জল সহ অভিভাবক অভিভাবকদের উপযুক্ত পরিষেবা প্রদানের জন্য সব বিষয় খতিয়ে দেখা হলো। তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন যেভাবে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন রকমের পরিষেবা চালু করেছে রাজ্য সরকার,তার জন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের আনাগোনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

বিগত বছরগুলির ন্যায় এবারও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, মাদ্রাসা শিক্ষা পর্ষদের দক্ষ সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দীন সহ সমস্ত আধিকারিকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ফলেই সমস্ত কিছু ঠিক ঠিক ভাবে সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় কন্ঠে প্রত্যয় ব্যক্ত করেন। সকল ছাত্র-ছাত্রীদের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে সকলের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার আহবান রাখেন জনপ্রিয় মুখ একেএম ফারহাদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ