দেশ 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোমাতঙ্ক, বাড়ানো হলো নিরাপত্তা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর বাসভবনে বোমা রাখা হয়েছে বলে শুক্রবার অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন করেন। এই ফোন আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বম্ব স্কোয়াড। তবে চিরুনি তল্লাশির পরও কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বোমাতঙ্কের ফোন পাওয়ার পরই যোগীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কে বা কারা ফোন করে বোমা রাখার কথা জানালেন, তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতীতেও একাধিক বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোনে হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। গত বছরের অগস্ট মাসে যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। ওই মাসেই উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে আরও একটি অভিযোগ ওঠে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এর আগে, ২০২১ সালে সিআরপিএফের দফতরে একটি ইমেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যোগীকে হুমকি দেওয়া হয়েছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ