দেশ 

মোদী বিরোধী জোটের প্রধান মুখ চন্দ্রবাবু নাইডু মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন ১৯ নভেম্বর , দিল্লিতে নয়া জোটের বৈঠক ২২ নভেম্বর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ হিসেবে কংগ্রেস এবার তুলে ধরতে চাইছে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে । তাঁকে মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরে বিজেপি বিরোধী গড়ার উদ্যোগ নিয়েছে কংগ্রেস । চন্দ্রবাবু নাইডু রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করার পরই তিনি একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । তিনি প্রতিটি বৈঠকে নিয়ম করে বলছেন , কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট গড়া সম্ভব নয় । ইতিমধ্যেই রাহুলের সঙ্গে বৈঠকের পর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা অশোক গেহলট ।গত কয়েকদিনে বিরোধী বিভিন্ন নেতানেত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এন চন্দ্রবাবু নাইডু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে ১৯ নভেম্বর তাঁর কলকাতা যাওয়ার কথা রয়েছে। নাইডু জানিয়েছেন, ইতি মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে তাঁর যোগাযোগ হয়েছে। যৌথ মিশনে তিনিও অংশীদার হবেন, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে নাইডু জানিয়েছেন, তিনি রাহুল গান্ধীকে অনুরোধ করেছেন, প্রধান বিরোধীদলের নেতা হিসেবে বৈঠকের উদ্যোগ নেওয়ার জন্য। তিনি রাজি হয়েছেন, জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। ২২ নভেম্বরের বৈঠকে বিজেপির বিরোধী প্রস্তাবিত জোটের গঠন নিয়ে আলোচনা হবে। এছাড়াও এগিয়ে যাওয়ার জন্য পরবর্তী ব্যবস্থা সম্পর্কেও আলোচনা হবে। সেই বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে কর্ম পরিকল্পনা তৈরি করা হবে। নেতারা জানিয়েছেন, নোট বাতিলের মতো সাধারণের বিরোধী কাজ ছাড়াও, সিবিআই এবং আয়কর বিভাগের ব্যবহার নিয়ে আলোচনা হবে।

Advertisement

২৩ অক্টোবর এবং ১ নভেম্বর দুদিন দিল্লিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছাড়াও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তাঁর বাবা মূলায়ম সিং যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ডিএমকে-র এমকে স্ট্যালিন এবং সিপিআই-সিপিএম নেতাদের সঙ্গে কথা বলেছেন নাইডু। বৃহস্পতিবার তিনি কর্নাটকে গিয়ে সেখানরকার মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং তাঁর বাবা এইচ ডি দেবেগৌড়ার সঙ্গেও কথা বলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =