কলকাতা 

পুরুলিয়ার ‘জেলাশাসক ও পুলিশ সুপার বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন‘এই অভিযোগ এনে পদ থেকে সরানোর দাবি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে চিঠি মুকুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কয়েকদিন আগেই পুরুলিয়ার জেলাশাসক বিজেপি নোত মুকুল রায়ের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ এনে এফআইআর করেছিলেন ।  এবার সেই জেলাশাসক ও পুলিশ সুপারকে পদ থেকে সরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। চিঠিতে বীরভূমের জেলাশাসককেও পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন । তিনি ওই চিঠিতে  অভিযোগ করেছেন, এই সরকারি আমলারা আইন মেনে কাজ করছেন না। কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন।

এ প্রসঙ্গে মুকুল রায়  বলেন, “পুরুলিয়া ও বীরভূমের পুলিশ সুপার বিজেপিকে সভা করার কোনও অনুমতি দিচ্ছেন না। পুরুলিয়ার জেলাশাসক অস্বীকার করতে পারবেন না যে পঞ্চায়েত নির্বাচনে তাঁর জেলায় ১১ জন খুন হয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব জেলাশাসকের। পুরুলিয়ায় ৩৮টি পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। যুক্তি হিসেবে বলা হচ্ছে, আইনশৃঙ্খলার অবনতির কথা।”

Advertisement

তিনি আরও বলেন, “নকশাল বা অতিবামদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জেলে পুরে রেখেছে। যাদের হাত ধরে সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলন করেছিলেন তিনি। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দিয়েছে। ফলে তাঁরা কখনও মমতার পক্ষে যেতে পারেন না।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =