কলকাতা 

বিজেপির আলিপুরদুয়ারের বিধায়ককে তৃণমূলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে বিজেপির লাভ, না তৃণমূলের ক্ষতি? বিজেপির ভোট শতাংশ কি কমবে?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব্র ডেস্ক : তৃণমূল কংগ্রেসে যখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তখনই বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকে তৃণমূলে নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। ‘অনেকে ক্ষমতার অলিন্দে থাকতে পছন্দ করেন তাই দল ছাড়ছেন। এতে কিছু যায় আসবে না। বিজেপিকে শক্তিহীন করা এত সহজ নয়’, বললেন, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন তৃণমূল দরজা খুলে দিলেই একাধিক বিজেপির নেতা তাঁদের দলে যোগ দেবেন। যদিও তাঁর এই মন্তব্যকে কোনওদিনই গুরুত্ব দেয়নি বিজেপি। পালটা দাবি করা হয়েছে, একাধিক তৃণমূল নেতা নাকি বিজেপিতে যোগের অপেক্ষায়। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়র হাত থেকে দলের পতাকা তুলে নেন তিনি। তৃণমূলের তরফে টুইটে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “বিজেপিতে থাকা যায় না। উনি তৃণমূলে এসেছেন। ওনাকে স্বাগত। আমরা একসঙ্গে কাজ করব।”

বিজেপি বিধায়ককে দলে নিয়ে বিজেপির ভোট শতাংশ কি কমাতে পারবে তৃণমূল কংগ্রেস সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ? দলত্যাগ নয় বরং ভোট ব্যাংকে অটুট করা উচিত তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে ভাঙিয়ে নয় দলের নেতাদেরকে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামতে বলুন। সেটাই হচ্ছে প্রকৃত রাজনীতির দলের কাজ। নওশাদ সিদ্দিকীকে জেলে পুড়ে দক্ষিণবঙ্গের কমিটেড ভোট হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ