কলকাতা 

তৃণমূলকে চোরের দল বলে আখ্যা দিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ, তৃণমূলে আসার জন্য ছটফট করছেন পাল্টা শাসক দল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এক বেসরকারি টেলিভিশন চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় স্পষ্ট বলেছেন তিনি বিজেপিতে আছেন বিজেপিতেই থাকবেন। চোরের দলে যাবেন কেন? সাংবাদিকের প্রশ্ন ছিল আপনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন? এর উত্তরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, আপনি কি চোরের দলের যোগ দেবেন? এ থেকে স্পষ্ট হয়েছে খড়্গপুরের বিজেপি বিধায়ক তৃণমূলের যোগ দিচ্ছেন না তিনি তৃণমূলকে সরাসরি চোরের দল হিসাবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে সংবাদমাধ্যমে এই খবরটি প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরেই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কনভেনার অজিত মাইতি সাংবাদিকদের বলেছেন খড়্গপুরের বিধায়ক তৃণমূলে ফেরার জন্য ছটফট করছেন।

Advertisement

প্রসঙ্গত, অজিতের সঙ্গে তাঁর যে ছবি সমাজমাধ্যমে ঘুরছে, তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন হিরণ। বিজেপি বিধায়ক পাল্টা দাবি করেন, তৃণমূল নেতাদের একাংশ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন দলবদল করার উদ্দেশ্যে। এই প্রসঙ্গে অজিতের দাবি, ‘‘ও আমার সঙ্গে অভিষেকের দফতরে গিয়েছিল। এতে কোনও ভুল নেই। যে ছবিটি প্রকাশ পেয়েছে তা ১০০ শতাংশ সত্যি। তাতেও কোনও ভুল নেই।’’

অজিতের দাবি, তৃণমূল নেতৃত্ব হিরণকে ‘অপেক্ষা করা’র বার্তা দিয়েছেন। এ নিয়ে অজিত বলেন, ‘‘ওকে বলা হয়েছে, এখন তোমাকে অপেক্ষা করতে হবে। ও তো আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে ও।’’ হিরণ তৃণমূলে ফেরার চেষ্টা করবে বলে আত্মবিশ্বাসী অজিত। তাঁর কথায়, ‘‘আমি আজও জোর দিয়ে বলতে পারি, ও আমাদের দলে আবার আসার চেষ্টা করবে। কারণ ও তৃণমূলে আসার জন্য ছটফট করছে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ