কলকাতা 

সিন্ডিকেট চালানোর অভিযোগ কী সত্যি ? জানতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূলেরই বিধায়ক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : অভিযোগটা তুলেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ এনেছিলেন ।গত ১১ আগষ্ট কলকাতার মেয়ো রোডের সভায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিন্ডিকেট চালানো নিয়ে অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, রাজ্যে সিন্ডিকেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে রাজ্যকে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে তা অপব্যবহার করা হয়েছিল। এবং সেই বেআইনি কাজে জড়িত অভিষেক। অমিত শাহের ওই মন্তব্যের পরে তাঁকে চিঠি দিয়ে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বলেন অভিষেক। ক্ষমা না চাইলে মানহানির মামলারও হুমকি দেওয়া হয়।


অমিত শাহের তোলা অভিযোগ সত্য , না মিথ্যা তা জানতে চেয়ে অভিষেককে চিঠি লিখেছেন শুভ্রাংশু বলে একটি বহুল প্রচারিত নিউজ পোর্টালে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরটির সঙ্গে ইংরেজিতে লেখা মুকুল পুত্রের চিঠিটি প্রকাশ করা হয়েছে ।

Advertisement


ইংরাজিতে লেখা ওই চিঠির বঙ্গানুবাদ করলে যা দাঁড়ায় তা হল, “মেয়ো রোডে ১১ অগাস্ট বিজেপি-র তরফে একটি সভা ডাকা হয়েছিল। সেখানে আপনার বিরুদ্ধে বেশ কিছু অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ তোলা হয়। যা বেশ কিছু সংবাদ পত্রে প্রকাশ হয় ও টেলিভিশনে সম্প্রচার করা হয়। অমিত শাহ বলছেন, কেন্দ্রের অনুদানের ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা আপনি অপব্যবহার করেছেন।…..আপনি আমাকে জানান অমিত শাহের তোলা ওই অভিযোগ সত্যি কি না। আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =