দেশ 

বিহারের নীতিশকে খুশি করতে গিয়ে এনডিএ জোটের দুই শরীক বেরিয়ে যেতে চলেছে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের শাসক বিজেপি অন্যতম সহযোগী দল এলজেপি ও আরএলএসপি কী এবার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ? ঘটনা হল বিহারের এই দুই দল লোক জনশক্তি পার্টি ও রাষ্ট্রীয় লোকসমতা পার্টি এনডিএ-জোটের শরীক হিসেবে অনেক কম আসন পেতে পারে বলে রাজনৈতিক মহলের আশংকা। কয়েকদিন আগে জেডিইউ প্রধান নীতীশ কুমার ও বিজেপি সভাপতি অমিত শাহ বৈঠক করে জানিয়ে দেন ১৭টি করে আসনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই অবস্থায় ৪০টি লোকসভা আসনের বিহারে পড়ে থাকে মাত্র ৬টি আসন। সেগুলিই ভাগ করে নিতে হবে দুই দলকে। যা মেনে নেওয়া দুই দলের কাছে বেশ কঠিন। বিহারে ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ২২টি আসন জিতেছিল। সেখানে রাম বিলাস পাসোয়ানের দল ৭টিতে লড়ে ৬টিতে জয় পেয়েছিল। উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি ৩টিতে লড়ে জয় পেয়েছিল।

Advertisement

এখন দুই দলের নেতারা দাবি করেছেন , তাদের কম আসনে লড়াই করার প্রশ্নই নেই ।ফলে আগামী লোকসভা নির্বাচনের প্রাককালে আসন সমঝোতার প্রশ্নে বিহারে এনডিএ জোটের দুই শরীক বেরিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না । কারণ ৪০  লোকসভা আসনের বিহারে নীতিশ কুমার ও বিজেপি মোট ৩৪ আসনে লড়াই করলে , হিসেব মত এলজেপি ও আরএলএসপিকে ৬ আসনে লড়াই করতে হবে । সেক্ষেত্রে এলজেপি কী তাদের জেতা ৬ আসন ছাড়বে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 9 =