কলকাতা 

মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর জেলা শাসকের, ২৭টি ছিল ২৮টি হল পাল্টা মুকুলের প্রতিক্রিয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিজেপি নেতা মুকুল রায় নাকি তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং হুমকি দিয়েছেন এই অভিযোগ করে একাধিক  এফআইআর দায়ের করেছেন পুরুলিয়ার জেলাশাসক অলোকেশ প্রসাদ রায়। উল্লেখ্য, ২ নভেম্বর পুরুলিয়ার বলরামপুরে সভা করেন মুকুল রায়। সেই সভা থেকে তাঁকে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি হুমকি দেওয়া হয় বলে এফআইআর-এ উল্লেখ করেছেন জেলাশাসক। যদিও এ সম্পর্কে মুকুল রায়ের ছোট্ট প্রতিক্রিয়া হল , আমার বিরুদ্ধে ২৭টি মামলা ছিল এবার বেড়ে হল ২৮ এর বেশি কী ? গত পঞ্চায়েত নির্বাচনে বীরভুমে সাফল্য পেয়েছে বিজেপি। বলরামপুরে ২০টির মধ্যে ১৭ টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৭ টি জেলা পরিষদের আসন দখল করেছে তারা। পরবর্তী সময়ে বলরামপুরে কর্মী হত্যার বিরুদ্ধে পথে নেমেছিল বিজেপি। দুইদলে রীতিমতো দড়ি টানাটানি চলছে সেখানে। এই প্রেক্ষাপটে ২ নভেম্বর সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন মুকুল রায়। একইসঙ্গে চিকিৎসার ব্যবস্থা, সিন্ডিকেট রাজ নিয়েও কটাক্ষ করেন তিনি। সেইসঙ্গে প্রশাসনের মাথায় থাকা কর্তাব্যক্তিদের হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছিল মুকুল রায়কে। অভিযোগ, জেলাশাসককে ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি। এমন কী মুকুল রায় জেলাশাসকের পদোন্নতি আটকে দেবেন বলে হুমকি দেন বলে অভিযোগ। পরে বিষয়টি নিয়ে একাধিক ধারায় মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেন জেলাশাসক।

তবে বিজেপি নেতা মুকুল রায় অবশ্য ঘনিষ্ট মহলে বলেছেন, এতে বিচলিত হওয়ার কিছু নেই । ২৭ টি মামলা ছিল ২৮ টি হয়েছে । তবে লড়াই থেমে থাকবে না ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 9 =