আন্তর্জাতিক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপ্রীতিকর ‘ প্রশ্ন করায় ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল সিএনএনের সাংবাদিককে , কেড়ে নেওয়া হল প্রেস কার্ড

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে সিএনএন সাংবাদিক। সেই সাংবাদিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল হোয়াইট হাউস থেকে। পরে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সান্ডার্স এক বিবৃতিতে জানান, অভব্য আচরণের জন্য সিএনএন-এর রিপোর্টার জিম অ্যাকোস্টাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর পাসও কেড়ে নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম অ্যাকোস্টা হোয়াইট হাউসের সীমানাও মাড়াতে পারবেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে সিএনএন।সাংবাদিক জিম অ্যাকোস্টাও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইটও করেছেন। তিনি টুইটারে একটি ভিডিও তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে মার্কিন সিক্রেট ইনটেলিজেন্সের এক আধিকারিক অ্য়াকোস্টার কাছ থেকে তাঁর প্রেস পাস কেড়ে নিচ্ছেন।ঘটনার সূত্রপাত মিড-টার্ম ইলেকশনের পর হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে। যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর রিপোর্টার জিম অ্য়াকোস্টা ট্রাম্পকে প্রশ্ন করেন মধ্য-আমেরিকা থেকে যে সব উদ্বাস্তু সমানে আমেরিকায় ঢুকছেন তাঁদের নিয়ে তিনি কী ভাবছেন। কিন্তু ট্রাম্প এই প্রশ্নের উত্তর দিতে চাননি। উল্টে তিনি ক্ষিপ্ত হন। ট্রাম্পের চোখের ইশারা করতে হোয়াইট হাউসের এক ইনটার্ন অ্যাকোস্টার হাত থেকে মাইক্রো-ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অ্যাকোস্টা জোর করেই মাইক্রো-ফোন ধরে রেখে সমানে ট্রাম্প-কে প্রশ্ন করতে থাকেন।

এরপরই ক্ষিপ্ত ট্রাম্প সিএনএন-এর রিপোর্টার অ্যাকোস্টাকে ‘মানুষের শত্রু’ বলে মন্তব্য করেন। এখানেই থামেননি ট্রাম্প। অ্য়াকোস্টাকে তিনি একজন ‘ভীষণরকমের রুক্ষ ব্যক্তি’ বলেও সম্বোধন করেন। তাঁর মতো একজনের সিএনএন-এর হয়ে কাজ করার কোনও যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। মাইক্রোফোন ছেড়ে আসনে বসে যেতে অ্যাকোস্টাকে নির্দেশও দেন ট্রাম্প।

Advertisement

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সান্ডার্স জানিয়েছেন, জিম অ্যাকোস্টা যা করেছেন তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। হোয়াইট হাউসের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি বলেও মন্তব্য করেছেন সান্ডার্স। সেইসঙ্গে তিনি বিবৃতিতে জানিয়েছেন, এক জন রিপোর্টার যে ভাবে ইনটার্নকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তা কখনও ভাবেই সহ্য করা হবে না।

গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সিএনএন। তারা সান্ডার্স-এর বিবৃতিকে প্রতারক বলেও মন্তব্য করেছে।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 2 =