দেশ 

পরেশ বরুয়া মৃত দাবি গোয়েন্দাদের , আলফা বলছে ভুয়ো খবর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম) কম্যান্ডার ইন চিফ পরেশ বরুয়া পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। এমনটাই দাবি করেছিলেন ভারতীয় গোয়েন্দাদের একাংশ। যদিও বিবৃতি দিয়ে সেই দাবি ওড়াল আলফা (স্বাধীন) বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা লক্ষ্য করছি, দলের ভাইস চেয়ারম্যান চিফ অফ স্টাফ মেজর জেনারেল পরেশ বরুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমের একাংশে। খবরটি ভুয়ো। আমাদের নেতা সুস্থ নিরাপদ আছেন।’’

একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি পরেশ বরুয়া বাইক দুর্ঘটনার কবলে পড়েন। ওই দুর্ঘটনায় তাঁর কোমর পায়ে চোট লাগে। তিনি জখমও হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মায়ানমারচিন সীমান্তে রুইলি এলাকায় থাকেন পরেশ বরুয়া। ডায়াবিটিসের জন্য পরেশের শারীরিক অবস্থা বেশ খারাপ। ডায়াবিটিস থাকায় আহত পরেশের শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল বলেও জানা গিয়েছে আলফা সূত্রে।

Advertisement

এর আগেও বেশ কয়েক বার পরেশ বরুয়ার মৃত্যু ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে, শেষ পর্যন্ত সেই সব খবর ভুল প্রমাণিত হয়। প্রতি বারই আলফার তরফে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল খবর রটানো হয়েছিল। চিনমায়ানমার সীমান্তে গাড়ি দুর্ঘটনায় পরেশ বরুয়ার মৃত্যুর খবরটি বারও ভুয়ো বলে জানিয়েছে আলফার একটি সূত্র।

এদিকে আলফা নেতা অনুপ চেটিয়া জানিয়েছেন, ‘‘ পরেশ বরুয়া মারা গিয়েছেন, আমি বিশ্বাস করতে পারছি না। একমাস আগেই আমার সঙ্গে কথা হয়েছিল। দুর্ঘটনায় আহত হয়ে পায়ে আঘাত লেগেছিল এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছিলেন আমাকে।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − five =