দেশ 

সংবিধানের বাধ্যবাধকতাকে তোয়াক্কা না করে এবার রাম মন্দির নির্মাণের পক্ষে সওয়ালের বিহারের রাজ্যপালের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংবিধানের বাধ্যবাধকতাকে তোয়াক্কা না করে এবার রাম মন্দির ইস্যুতে মুখ খুললেন খোদ বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডন । তিনি বলেন ,খুব শীঘ্রই রামমন্দির নির্মাণের কথা জানালেন । একই সঙ্গে তিনি বলেন, “আমি জানি বহুকাল ধরে অযোধ্যা এই পবিত্রতম দিনটির জন্য অপেক্ষা করছে”।

অযোধ্যায় রানি হুই মেমোরিয়ালের উদ্বোধনে অংশ নেন লালজি। মঙ্গলবার তিনি যখন সমবেত জনতার সামনে বক্তব্য রাখছিলেন, তখনই স্লোগান ওঠে- রামমন্দিরের নির্মাণ করুন। জনতার তোলা দাবির প্রত্যুত্তরে লালজি এই মন্তব্য করেন। যা শুনে অবাক হয়ে গিয়েছে রাজনৈতিক মহলও।

Advertisement

ওই অনুষ্ঠানেরই আর এক বক্তা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল (প্রাক্তন) ভি কে সিংকেও পড়তে হয় একই ধরনের স্লোগানের মুখে। কিন্তু তিনি কিছুটা আলো-আঁধারি ভাষায় বিষয়টি থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যান।

কিন্তু বিহারের  রাজ্যপাল কোনো রকমের রাখঢাকের পরোয়া করেননি। তিনি বলেন, “দু:খ পাবেন না। সেই দিনটা খুব তাড়াতাড়িই আসছে। আমি জানি অযোধ্যা বহুকাল ধরে সেই পবিত্রতম দিনটার জন্য অপেক্ষা করে রয়েছে, যে দিনটার জন্য আপনারা আওয়াজ তুলছেন। সেই দিনটা খুব তাড়াতাড়িই আসছে”।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + nine =