কলকাতা 

বিজেপি দলের বিরুদ্ধে মন্তব্য করার জন্য অভিষেককে আইনি নোটিস পাঠালেন মুকুল রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কলকাতায় এক সভা অসমে বাঙালি নিধান নিয়ে বিজেপি দলের অপ্রীতিকর মন্তব্যের জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা মুকুল রায়। সাতদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে, জানিয়েছেন মুকুল রায়। মুকুল রায়ের অভিযোগ, সম্প্রতি এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমে ১ নভেম্বর তিনসুকিয়ায় গণহত্যার জন্য বিজেপির পাশাপাশি অসম সরকারকে দায়ী করেছিলেন। এরই প্রতিবাদ করেছেন মুকুল রায়। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দলের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। সেই জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে, আইনি নোটিস পাঠিয়ে।

অন্যদিকে বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, সূত্রের খবর, নোটিস পেলে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু।

Advertisement

অসমে বাঙালি নিধনের ঘটনায় ওই রাজ্যের বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + six =