দেশ 

ছত্তিশগড়ে একসঙ্গে ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ, বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনের বড় সাফল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ছত্তিশগড়ে দিন কয়েক আগেই মাওবাদীদের গুলিতে এক সাংবাদিক সহ কয়েকজন আধাসেনা নিহত হয়েছেন। যার জেরে সারা দেশে হইচই পড়ে যায়। কিন্ত প্রশাসন কড়া পদক্ষেপ করার সঙ্গে সঙ্গে বড় ধরনের সাফল্য এল । একজন-দুজন নয় একসঙ্গে ৬২জন মাওবাদী আত্মসমর্পণ করল অশান্ত ছত্তিশগড়ে। মাওবাদী অধ্যুষিত বস্তারে আইজি বিবেকানন্দ সিনহা ও নারায়ণপুরের পুলিশ সুপার জীতেন্দ্র শুক্লার সামনে এতজন মাওবাদী আত্মসমর্পণ করেছে।মাওবাদীদের আত্মসমর্পণের পাশাপাশি ব্যাপক পরিমাণে অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।

নকশাল নেতা-কর্মীরা ৫১টি দেশি অস্ত্র সহ ধরা দিয়েছে। এতজন মাওবাদী একসঙ্গে পুলিশের হাতে ধরা দেওয়ায় তা ভোটের মুখে অবশ্যই অন্যতম বড় সাফল্য বলে স্থানীয় প্রশাসন মনে করছে।ছত্তিশগড়ের জঙ্গল অধ্যুষিত সীমান্ত এলাকাগুলিতে বরাবরই মাওবাদীদের প্রভাব দেখা গিয়েছে। এবারও ভোট বয়কটের ডাক দেয় তারা। সুকমা, বস্তার এলাকায় রীতিমতো আতঙ্কে আমজনতা। ভোট প্রচারে গিয়ে প্রাণ হাতে ফিরতে হচ্ছে রাজনেতাদেরও। এদিন এতজন মাওবাদীর আত্মসমর্পণে শান্তি ফেরে কিনা সেটাই এখন দেখার।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 1 =