কলকাতা 

মমতা সরকারের সিদ্ধান্তে খুশির হাওয়া অস্থায়ী কর্মীদের মধ্যে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের কাছে দেওয়ালীর আগেই খুশির খবর এসেছে । রাজ্য অর্থ দফতর অস্থায়ী কর্মীদের অবসরকালীন ভাতা প্রদানের নির্দেশিকা জারি করেছিল আগেই এবার তা কার্যকর হল । এখন থেকে রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে একাকালীন আর্থিক অনুদান।

রাজ্য সরকারের অস্থায়ী কর্মীরা এককালীন দু-লক্ষ টাকা পাবেন এক্ষেত্রে অর্থ দফতর আগেই নির্দেশ জারি করেছিল, সরকারি অফিসে নিযুক্ত অস্থায়ী কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। ৬০ বছরের পর অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা এককালীন দু’লক্ষ টাকা হাতে পাবেন। কিন্তু নির্দেশিকা জারির পরও অনেক দফতর তা কার্যকর করছিল না। সেই সমস্যার নিরসন করে অবসরকালীন ভাতা প্রদানের বিজ্ঞপ্তি জারি করল সরকার।

Advertisement

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন। ওই প্রতিবেদন থেকে জানা গেছে ভূমি ও উদ্বাস্তু পুনর্বাসন দফতর অস্থায়ী কর্মীদের ওই ভাতা প্রদানের জন্য নির্দেশিকা জারি করেছে। প্রায় এক বছর আগে ঘোষিত হয়েছিল এই নির্দেশিকা, তা কার্যকর হল এই প্রথম।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 3 =