দেশ 

রির্জাভ ব্যাঙ্কের গর্ভনরকে শোকজ করল তথ্য কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের রায়কে অসম্মান করা হয়েছে এই অভিযোগে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলকে শোকজ় করল কেন্দ্রীয় তথ্য কমিশন। রিজ়ার্ভ ব্যাঙ্ককে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের নাম প্রকাশ করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। তা অমান্য করাতেই কেন্দ্রীয় তথ্য কমিশনের এই শোকজ় নোটিশে বলা হয়েছে, ৫০ কোটি বা তার বেশি টাকা লোন নিয়েছে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্য প্রকাশ করার আদেশ দেয় শীর্ষ আদালত। তাই সেই রায়কে অসম্মান করায় কেন তাঁর উপর সর্বাধিক জরিমানা ধার্য করা হবে না? তার কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে উর্জিত প্যাটেলকে। এছাডা়, আরবিআই-র প্রাক্তন গভর্নর রঘুনাথ রাজন অনাদায়ি ঋণ নিয়ে যে চিঠি দেন, তা প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রক ও রিজ়ার্ভ ব্যাঙ্ককে জনসমক্ষে আনারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন।

উর্জিত প্যাটেলকে শোকজ়ের কারণের বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনের আধিকারিক শ্রীধর আচারউলু বলেন, “কমিশন মনে করে গভর্নর ও ডেপুটি গভর্নর যা বলেন তার সঙ্গে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য জানার অধিকার আইনের নীতির কোনও মিল নেই। এছাড়াও সুপ্রিম কোর্টের আদেশ সত্ত্বেও ভিজিল্যান্স ও তদন্ত রিপোর্টের গোপনীয়তা বজায় রাখা হয়েছে।”

Advertisement

তিনি আরও বলেন, “সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারকে শাস্তি দেওয়ার কোনও অর্থ নেই। কারণ, তিনি উপর মহলের নির্দেশ মতো কাজ করেছেন।” তথ্য আধিকারিক সরাসরি উর্জিত প্যাটেলের দিকে আঙুল তুলে তিনি আরও বলেন, “কমিশন মনে করে তথ্য প্রকাশ না করার জন্য দায়ি রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নরই। তাঁকে ১৬ নভেম্বরের মধ্যে জানাতে হবে, কী কারণে তাঁর উপর জরিমানা ধার্য করা হবে না।”

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =