কলকাতা 

অসমের নারকীয় হত্যালীলার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রতিক্রিয়া “সংঘ পরিবার ও বিজেপি আজ রাজনীতির সীমা অতিক্রম করে সমাজের সর্বস্তরে বিভাজনের খেলায় মেতে উঠেছে,যা ভারতীয় সংস্কৃতি ও কৃষ্টির পরিপন্থী।”

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমের তিনসুকিয়ায় পাঁচজন বাঙালিকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে সমগ্র দেশজুড়ে আলোড়ন পড়েছে । এই প্রেক্ষাপটে বাঙালি জাতীয়তাবাদকে সামনে রেখে তৃনমূল কংগ্রেস প্রতিবাদে মুখর হয়েছে । কিন্ত ভারতীয় সংস্কৃতিতে ভারতীয় জাতীয়তাবাদ অন্য আঞ্চলিক জাতীয়তাবাদের জিকির করা আসলে সংহতি পক্ষে বিপজ্জনক খেলা । এটাকে মেনে নিয়ে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এক বিবৃতি প্রকাশ করেছে তা হুবহু তুলে ধরা হল ।
”আসামে ঘটে যাওয়া নারকীয় গণহত্যার তীব্র নিন্দা করি আমরা। ভারতীয় জাতীয় কংগ্রেস কোনোদিনই প্রাদেশিকতাবাদ,সাম্প্রদায়িকতা এবং জাতিগত উগ্র অস্মিতার এই সংকীর্ণ রাজনীতিকে সমর্থন করে না। বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে শুধু আসাম কেন,সারা দেশের বিভিন্ন প্রান্তে ভাষা,জাতি ও ধর্মের নামে মানুষকে ভাগ করার চক্রান্ত চলছে। কিছুদিন আগে গুজরাতেও আমরা এই সংকীর্ণ রাজনীতির প্রতিফলন দেখেছি।আসামে উলফার হাতে আজ কেবল বাঙালিরা নয়,অসমীয়ারাও বিপদগ্রস্ত। সংঘ পরিবার ও বিজেপি আজ রাজনীতির সীমা অতিক্রম করে সমাজের সর্বস্তরে এই বিভাজনের খেলায় মেতে উঠেছে,যা ভারতীয় সংস্কৃতি ও কৃষ্টির পরিপন্থী।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আসামে ঘটে চলা ঘটনাবলীর উপর সতর্ক নজর রেখে চলেছে। এ প্রসঙ্গে আসাম প্রদেশ কংগ্রেস যে প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে পূর্ণ সমর্থন করি। আমরা মনে করি এ ধরনের সমস্যার সমাধান, রাজ্যস্তরেই হওয়া কাম্য। ভবিষ্যতেও এ ব্যাপারে আসাম প্রদেশ কংগ্রেস যা উদ্যোগ নেবেন,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সোমেন মিত্র
সভাপতি,পঃবঃ প্রদেশ কংগ্রেস
০৪/১১/২০১৮


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − 13 =