কলকাতা 

রোজভ্যালিকান্ডে ইডি গ্রেপ্তার করল ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরিকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রোজ়ভ্যালিকাণ্ডে নয়া মোড় । এবার এই মামলায় আসরে নামল ইডি । আর ইডি আসরে নেমেই চিট ফান্ড কান্ডে গ্রেপ্তার করল ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরিকে। রবিবার সকালে তাকে তাঁর বাইপাসের বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।

ইডি সূত্রে জানা গেছে, রোজ়ভ্যালি চিট ফান্ডের তদন্ত করতে গিয়ে গৌতম কুণ্ডুর সঙ্গে সুদীপ্তর যোগসূত্র পাওয়া যায়। সুদীপ্ত প্রথম দিকে ‘ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন’-র সাথে যুক্ত ছিলেন। একসময়ে এটি রোজ়ভ্যালিরই একটি সংস্থা ছিল। রোজ়ভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে ইডি-র আধিকারিকরা জানতে পারেন প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে ওই সুদীপ্তর নামে।শনিবার তাঁর বাড়িতে দফায় দফায় তল্লাশি চালানো হয়। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার ও বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। রোজ়ভ্যালি ছাড়া অন্যান্য চিটফান্ডের সঙ্গেও সুদীপ্তর যোগসূত্র পাওয়া গেছে।

Advertisement

বেনামি সম্পত্তি ছাড়াও প্রভাবশালীদের সঙ্গে সুদীপ্তর যোগাযোগ ছিল। এছাড়া ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রচুর টাকা সুদীপ্ত বাজার থেকে তুলেছে বলে অভিযোগ রয়েছে। রোজ়ভ্যালি এবং অন্যান্য চিটফান্ড সংস্থা থেকে পাওয়া অর্থ সে বিভিন্ন ব্যবসায় খাটিয়েছেন।

ইডি দাবি  করেছে , রোজ়ভ্যালিকাণ্ডে সুদীপ্ত র গ্রেপ্তারি অন্যতম বড় সাফল্য ।গতকাল তল্লাশি চালিয়ে যে সমস্ত তথ্য হাতে পেয়েছেন ইডি-র আধিকারিকরা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 1 =