দেশ 

অলোক ভার্মার অপসারণ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সিবিআই অধিকর্তা অলোক ভার্মাকে অবৈধভাবে  অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এই বিষয়ে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। তাঁর দাবি সিবিআই কর্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে সরানো হয়েছে। তাঁকে সরানোর আগে নির্বাচক কমিটির অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল। খাড়গে সেই কমিটির অন্যতম সদস্য। এছাড়া রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁরাই অলোক ভার্মাকে  নিযুক্ত করেন। অথচ তাঁদের কিছু না জানিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনা হল, এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সিবিআই কর্তার অপসারণ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দাগেন। দাবি করেন, রাত ২টোর সময় অন্যায়ভাবে কোনও সুযোগ না দিয়ে অলোক  ভার্মাকে সরানো হয়।

Advertisement

রাহুলের দাবি, রাফালে নিয়ে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছিলেন অলোক ভার্মা যাতে সমস্যায় পড়তে পারতেন মোদী। তা জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে সরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, সিবিআইয়ের প্রধান অলোক ভার্মা ও ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। দুজনকেই কেন্দ্র সরিয়ে দিয়েছে। নিরপেক্ষ তদন্ত চলানোর স্বার্থেই এই পদক্ষেপ বলে কেন্দ্র দাবি করেছে। তবে বিরোধী শিবির দাবি করেছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এবং বিজেপি-র দূনীর্তি ঢাকতে প্রধানমন্ত্রী অবৈধভাবে সিবিআই কর্তাকে সরিয়ে দিয়েছেন । কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ায় মোদী সরকার আরও বেকায়দায় পড়বে বলে পর্যবেক্ষকরা মনে করছেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 6 =