জেলা 

সাসপেন্ড হলেন দাড়িভিট হাইস্কুলের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয় খুলবে ১০ নভেম্বর থেকে আশ্বাস শিক্ষামন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দাড়িভিট হাইস্কুলে অপ্রীতিকর ঘটনার পরিপেক্ষিতে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষককে সাসপেন্ড করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। পাশাপাশি ভেঙে দেওয়া হল পরিচালন সমিতি। এখর থেকে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত স্কুলের  দায়িত্ব পালন করবেন স্থানীয় মহকুমা শাসক। এছাড়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “প্রশাসন চাইছে অত্যন্ত দ্রুত স্কুল খুলুক। ১০ নভেম্বর খোলা হবে স্কুল। ছাত্রছাত্রীরা কোনওভাবেই যেন বঞ্চিত না হয়।”

গতকাল প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু এবং সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদাকে ডেকে পাঠানো হয় বিকাশ ভবনে। তাঁদের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হয়। কিন্তু, স্কুল শিক্ষা দপ্তর তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়েছিলাম। ঘটনার কারণ জানতে চাওয়া হয় তাঁদের কাছে। কিন্তু তাঁদের উত্তরে দপ্তর একেবারেই সন্তুষ্ট নয়। তাই  তাঁদের শোকজ় এবং সাসপেন্ড করা হল।”

Advertisement

পার্থবাবু আরও বলেন, “স্কুলের পরিচালন সমিতির মেয়াদ তিন বছর হল উত্তীর্ণ হয়ে গেছে। তারপরও নতুন কমিটি তৈরি হয়নি। সেই কারণে স্থানীয় এসডিওকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি তৈরি হওয়া পর্যন্ত কমিটি চালাবেন তিনি।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 4 =