অসমে বাঙালি হত্যার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল, অসম ভবন ঘেরাও করল ওয়েলফেয়ার পার্টি
নিজস্ব প্রতিনিধি : অসমে বাঙালি হত্যার প্রতিবাদে গর্জে উঠল বাংলা । আজ কলকাতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল হাজরা মোড় পর্যন্ত যায়।
মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে হাঁটে। এদিকে অসমের ঘটনায় শোকপ্রকাশ করতে আজ সকালেই নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টের ডিপি কালো করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ ডেরেক ও’ব্রায়ানের পাশাপাশি দলের টুইটার হ্যান্ডেলের ডিপিও কালো করে দেওয়া হয়।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অসমে নারকীয় হত্যার প্রতিবাদে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মিছিল করবে তৃণমূল। শিলিগুড়ি ও কলকাতার বিভিন্ন এলাকাতেও মিছিল করা হবে।”
উল্লেখ্য.গতকাল তিনসুকিয়ার খেড়বাড়ির ধোলা সাদিয়া এলাকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় পাঁচ বাঙালির। সন্ধ্যার দিকে স্থানীয় ধাবা থেকে তাঁদের তুলে একটি সেতুর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের হাঁটু মুড়ে লাইন দিয়ে বসতে নির্দেশ দেয় জঙ্গিরা। এরপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয় তাঁদের। গুলিতে পাঁচজন মারা গেলেও বেঁচে যান সহদেব নামে এক যুবক। এই ঘটনায় আলফা জঙ্গির হাত রয়েছে বলে জানায় পুলিশ। যদিও আজ এই দায় অস্বীকার করেছে ওই জঙ্গিগোষ্ঠী।
এদিকে শুধু তৃণমূল কংগ্রেস নয় , অসম ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু, দলিত ও নমঃশূদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় । ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজ অসম ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় ।