দেশ 

বোফর্স নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের, সিবিআই-র আবেদন খারিজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বোফর্স মামলা নিয়ে এদিন সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এর আগে, এই মামলায় অভিযুক্ত হিন্দুজা ভাইদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে আবেদন করে সিবিআই। এদিন, সিবিআইয়ের সেই আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের বিরুদ্ধে ৬৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতেই চলে মামলা। এদিকে, আজ সুপ্রিমকোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ জানিয়েছেন, যে সিবিআইয়ের আবেদন ঘটনার পরম্পরার প্রেক্ষিতে যেভাবে দেরিতে এসেছে, তা নিয়ে আদালত যে সন্তুষ্ট নয় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ।

এই মামলায় নতুন করে তদন্ত করতে চাইছিল সিবিআই। সিবিআইয়ের তরফে এবিষয়ে বক্তব্য রাখার জন্য আর্জি করা হয়। তবে সুপ্রিমকোর্টের তরফে জানানো হয়েছে বোফোর্স সংক্রান্ত আরও একটি মামলায় সিবিআইয়ের বক্তব্য শোনা হবে।বোফোর্স চুক্তি নিয়ে হিন্দুজা ভাইরা মিডলম্য়ান হিসাবে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ২০০৫ সালে এক মামলার শুনানিতে হিন্দুজা ভাইদের পক্ষে রায় দেয় দিল্লি হাইকোর্ট। ১৩ বছরের সেই পুরনো মামলায় জানা যায় , এই চুক্তির জন্য বেশ কয়েকজন ভারতীয় রাজনীতিবিদকে ঘুষ দেয় সংস্থা। আর তাতেই নাম জড়িয়ে যায় গন্ধী পরিবারের। অস্বস্তি বাড়ে কংগ্রেসের। আজকের সুপ্রিমকোর্টের নির্দেশে খানিকটা হলেও স্বস্তি ফিরল কংগ্রেসে শিবিরে, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × two =