কলকাতা 

আসন কমলেও ‘গড়‘ ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল, ২ থেকে বেড়ে ৯ হবে বিজেপি,কংগ্রেস পেতে পারে ১টি আসন , বামেরা নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি এবিপি ভোট সমীক্ষায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ঝড় উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল । গত ২০১৪ সালের লোকসভা নির্বাচন বিজেপি দুটি আসন পেয়েছিল । একটি আসানসোলে ও একটি উত্তরবঙ্গের দার্জিলিং। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪ টি , কংগ্রেস পেয়েছিল ৪ টি এবং সিপিএম পেয়েছিল ২ টি আসন।

এবারও তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তার গড় ধরে রাখতে সক্ষম হবে বলে এক সমীক্ষায় আভাষ দেওয়া হয়েছে। ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩২টি আসন পেতে পারে বলে এবিপি ভোট সমীক্ষা আগাম পূর্বাভাষ দেওয়া হয়েছে ।  অর্থাৎ গতবারের চেয়ে ২টি আসন কম পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এরাজ্যে গত চার বছরে ধারে-ভারে অনেকটাই বৃদ্ধি হয়েছে বিজেপির। বলতে গেলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল এখন গেরুয়া শিবিরই।

Advertisement

এবারের ভোটে বিজেপির আসন বেড়ে ৯টি হয়ে যেতে পারে বলে এবিপি সমীক্ষায় বলা হচ্ছে। যা ২০১৪ সালে ছিল মাত্র ২টি আসন।বাংলায় কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে বলে সমীক্ষায় তুলে ধরা হয়েছে। গত তিন দশকে উত্তর বঙ্গের কয়েকটি আসন কংগ্রেসের বরাবর দখলে থেকেছে। অন্তত ৫-৬টি আসন কংগ্রেসের বাধা থাকত। এবার সেখানেও ধস নামতে চলেছে। কংগ্রেস ৪২টি আসনের মধ্যে মাত্র ১টি জিততে সক্ষম হবে বলে সমীক্ষায় উঠে এসেছে।
সবচেয়ে খারাপ অবস্থা হতে চলেছে বামফ্রন্টের। একসময়ে যে বাংলা বামেদের দূর্গ ছিল, সেখানে এবার নিশ্চিহ্ন হতে চলেছে বামফ্রন্ট। এবিপি সমীক্ষা বলছে, আগামী লোকসভা ভোটে সারা রাজ্যে বামেরা একটিও আসন পাবে না।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − eighteen =