জেলা 

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ মৌসম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ২০১৯ সালের লোকসভা নির্বাচন দেশ তো বটেই রাজ্য-রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । রাজ্যে যেভাবে বিজেপি-র বাড়বাড়ন্ত তা লোকসভা নির্বাচনে প্রমাণ মিলতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান । বিজেপি যদি সত্যিই এরাজ্যে তাদের প্রভাব বিস্তার করতে পারে তাহলে তা লোকসভা নির্বাচনের ফলেই প্রমাণ মিলবে । আর বিজেপিকে নিয়ে রাজ্যের শাসক দলও বেশ খানিকটা চাপেই রয়েছে বলে মনে হয় । তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে কোনো জোট হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ।

প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর সোমেন মিত্র প্রথম থেকেই একা লড়ার পক্ষেই সওয়াল করছেন । তিনি বলছেন , একা লড়লে সাংগঠনিকভাবে আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে । আর তা না হলে বামেদের সঙ্গে জোটে যাওয়া উচিত । আবার অন্যদিকে তাঁর বক্তব্য দলকে যদি ভাল ফল করতে হয় এখনই তাহলে তৃণমূলের সঙ্গে জোটে যাওয়া উচিত । সব মিলিয়ে জোট হবে কি হবে না তা এখনও স্পষ্ট নয় । এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার মালদহ জেলা কংগ্রেসের সভাপতি ও সাংসদ মৌসম বেনজীর নূর সাংবাদিকদের বলেছেন , রাজ্য থেকে বিজেপির দাপট রুখতে এবং দেশ থেকে বিজেপিকে হঠাতে মহাজোট করা উচিত কংগ্রেসের । সেই মহাজোট হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে । তিনি স্পষ্ট বলেছেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস এরাজ্যে জোট করে লোকসভা ভোটে লড়া উচিত ।

Advertisement

সাংসদ মৌসম বেনজীর নূর কয়েক বছর ধরেই তৃণমূলের কাছাকাছি চলে এসেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা অনুমান করেছেন । তাঁর আজকের মন্তব্যের পর কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো কী মন্তব্য করেন সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের রাজনৈতিক মহল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =