দেশ 

অস্বাভাবিক হারে আবার বাড়ল রান্নার গাসের দাম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অক্টোবরের মতোই সদ্য শুরু হওয়া নভেম্বরেও দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। ১ নভেম্বর, বৃহস্পতিবার থেকেই এই নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে।

জানানো হয়েছে, এ দিন থেকে ভরতুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬২.৫০ টাকা। ফলে ওই সিলিন্ডারের দাম বেড়ে হল ৯৬৯.৫০ টাকা। অন্য দিকে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯৭.৫০ টাকা বেড়ে দাঁড়াল ১৬৬০ টাকা।
উল্লেখ্য, ভরতুকিহীন সিলিন্ডারের দাম বাড়ার অর্থ, যে সমস্ত গ্রাহক ভরতুকিযুক্ত সিলিন্ডার নিয়ে থাকেন, তাঁদেরও ডিলারের কাছ থেকে সিলিন্ডার নেওয়ার সময় ৯৬৯.৫০ টাকা দিতে হবে। বাড়তি ৬২.৫০ টাকা মোট ভরতুকি মুল্যের সঙ্গে যুক্ত হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − 5 =