টিটাগড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিনিধি : সোমবার টিটাগড়ে গুলিবিদ্ধ হওয়া তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের কথায়, সোমবার টিটাগড়ের মুচিপাড়া তালপুকুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের নির্মিয়মান কালী মণ্ডপের সামনে বসে ছিলেন সতীশ। সেই সময় ২ দুষ্কৃতী হেঁটে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরেই এই দু’জনকে পাকড়াও করে পুলিশ। পরে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।