কলকাতা 

সূর্যের আহ্বানে সোমেনের আবেগময় সাড়া, লোকসভাতে কী আবার জোটের পথে সিপিএম – কংগ্রেস ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্য রাজনীতি আবার জোট সমীকরণ নতুন করে উঁকি দিচ্ছে । গতকালই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এক সভায় বলেছিলেন , যেখানে আমরা দূর্বল বা বামেদের কোনো প্রার্থী নেই সেখানে বাম সমর্থকরা কংগ্রেসকে সমর্থন করবে । এই আবেদনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়ে দিলেন তিনিও বামেদেরকে সঙ্গে নিয়ে চলতে চান ।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে সোমবার সূর্য বলেন, ‘যেখানে বামেরা শক্তিশালী সেখানে তো সমস্যা নেই। যেখানে বামেদের শক্তি কম সেখানে কাকে ভোট দিতে হবে তা নিয়ে বেশি বাক্য ব্যায়ের দরকার নেই। সেখানে বিজেপিকে রুখতে কংগ্রেসকেই ভোট দিতে হবে।’

Advertisement

সূর্যের এই বার্তার মঙ্গলবার সদর্থক জবাব দিলেন রাজ্য কংগ্রেসের প্রধান সোমেন মিত্র। এদিন তিনি বলেন, ‘ওদের কে আমাদের হাত ছাড়তে বলেছিল কে জানে? যাই হোক এখন শুভবুদ্ধির উদয় হয়েছে।’ সোমেন মিত্রের এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে আবার বাম-কংগ্রেস জোট নিয়ে জল্পনা শুরু হয়েছে । সোমেন মিত্র বহুদিন থেকেই বলে আসছিল কংগ্রেসের স্বাভাবিক মিত্র তৃণমূল নয় , বামেরা । কারণ বামেদের হাত ধরলে কংগ্রেস ভবিষ্যতে এখানে উঠে দাঁড়াতে , আর তৃণমূলের হাত ধরলে কংগ্রেস দলের অস্তিত্বই সংকটে পড়বে বলে সোমেনবাবু বহুবার অভিমত ব্যক্ত করেছেন।

তবে সিপিএমের রাজ্য সম্পাদকের  আহ্বানের পর সোমেন মিত্রের চটচলদি প্রতিক্রিয়া বাম-কংগ্রেসকে কাছাকাছি আসার সুযোগ করে দেবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যে বাম-কংগ্রেস জোট হওয়ার ইঙ্গিত মিলছে সোমেন মিত্রের প্রতিক্রিয়ার মধ্যে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + twenty =