দেশ 

ছত্তীশগড়ে মাওবাদীদের হামলায় দুই পুলিশ কর্মী সহ এক চিত্র সাংবাদিক হত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকালে দান্তেওয়াড়ার অর্নপুর এলাকায় মাওবাদী হানায় মৃত্যু হয়েছে ২ পুলিশকর্মী এবং দূরদর্শনের ক্যামেরাম্যান অচ্যূতানন্দ সাহুর। আসন্ন ছত্তীশগড়ে বিধানসভা নির্বাচন উপলক্ষে  আধা-সেনাবাহিনী এবং পুলিশ টহল চলছে মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে। এলাকায় মাওবাদী অপারেশনের ডিজি সুন্দর রাজ জানিয়েছেন, এ দিন সকালে পুলিশের একটি দল এলাকায় টহল দিতে যায়। ওই দলের সঙ্গেই ছিলেন দূরদর্শনের প্রতিনিধিরা।

প্রসার ভারতীর তরফে টুইটে জানানো হয়েছে,  ডিডি নিউজ ভোট সংক্রান্ত খবর সংগ্রহের জন্য একটি ক্যামেরা টিম পাঠিয়েছিল। ওই তিন সদস্যের টিমে ছিলেন ক্যামেরাম্যান অচ্যূতানন্দ, রিপোর্টার ধীরাজ কুমার এবং লাইট অ্যাসিস্ট্যান্ট মর্মুক্ত শর্মা। ওই টিম এ দিন মাওবাদী হানার শিকার হয়।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + fourteen =