কলকাতা 

উচ্চ-মাধ্যমিক স্কেলে বেতন দেওয়ার দাবিতে ধর্মতলায় পথ অবরোধ প্রাথমিক শিক্ষকদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : উচ্চ-মাধ্যমিক স্কেলে বেতন দেওয়ার দাবিতে ধর্মতলায় পথ অবরোধ করে প্রাথমিক শিক্ষকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও বচসাতে জড়িযে পড়েন শিক্ষকরা। এরপর পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে লালবাজারে নিয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী রাজ্যের শিক্ষাদপ্তর তাঁদের বেতন বৃদ্ধি করেনি। প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ীও বেতন দেওয়া হয় না। এই  অভিযোগ বারবার করে এসেছেন তাঁরা। কিন্তু, সমস্যার সমাধান হয়নি। তার প্রতিবাদে আজ ধর্মতলায় অবরোধে করেন।

Advertisement

এই বিষয়ে, প্রাথমিক শিক্ষক আন্দোলনের সদস্য সুমন পাল বলেন, “পিআরটি স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধি করছে না রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে। কিন্তু আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন একই আছে। আমাদের বেতন বাড়ানোর দাবি করছি। আর এই দাবিতেই আজ আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিল থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + nine =