দেশ 

আস্থানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আরেক সিবিআই অফিসার

শেয়ার করুন
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই অফিসারদের দ্বন্দ্ব যেন থামছেই নেই । সিবিআইয়ের অপসারিত প্রধান অলোক ভার্মা সুপ্রিম কোর্টে ইনসাফ আবেদন করার পর আবার রাকেশ আস্থানা বিরুদ্ধে ঘুষ কান্ডের তদন্ত করার দায়িত্বপ্রাপ্ত অফিসার আন্দামান নিকোবরে বদলীর নির্দেশের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে আবেদন জানালেন সিবিআই অফিসার একে বাসসি। আদালতে আবেদনে তিনি দাবি করেছেন, তদন্তে আস্থানার বিরুদ্ধে অপরাধমূলক প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় সিটকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও সর্বোচ্চ আদালতের তরফে জরুরি শুনানি নাকচ করে দেওয়া হয়েছে।সিবিআই-এর অন্তর্বর্তীকালীন প্রধান হওয়ার পরেই এম নাগেশ্বর রাও আস্থানার বিরুদ্ধে তদন্তের দলে পরিবর্তন আনেন। জয়েন্ট ডিরেক্টর(পলিসি) থেকে একে শর্মাকে পাঠিয়ে দেওয়া হয় মাল্টি ডিসিপ্লিনারি মনিটরিং এজেন্সিতে।

অন্যদিকে, ডেপুটি এসপি একে বাসসিকে সিবিআই-এর পোর্টব্লেয়ার অফিসে পাঠিয়ে দেওয়া হয়। আদেশে আরও জানানো হয়, জনস্বার্থের কারণে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাসসিকে পোর্টব্লেয়ারে কাজে যোগ দিতে হবে। আরও বেশ কয়েকজন অফিসারকে বদলিও করে দেন নাগেশ্বর রাও। সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর আস্থানার ক্ষমতা কেড়ে নেওয়া হয়। সরকারি আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সিবিআই প্রধান । সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ভারপ্রাপ্ত সিবিআই প্রধান নীতি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। তিনি শুধুমাত্র দিনের প্রশাসনিক কাজের ব্যাপারটিই দেখবেন।

Advertisement

আদালতের  আরও নির্দেশ দেয় ,নাগেশ্বর রাও বদলি নিয়ে যেসব আদেশ দিয়েছেন, তা যেন মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়া হয়। সম্প্রতি আস্থানা সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কাছে চিঠি লিখে বাসসি এবং অপর ডেপুটি এসপি অশ্বিনী গুপ্তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। বাসসি এবং অপর অফিসার দুবে একে শর্মার অধীনে কাজ করছিলেন। তাঁরা ২০১৬-তে আস্থানার মেয়ের বিয়ে নিয়ে তদন্ত করছিলেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এমন সব প্রমাণ তাঁদের হাতে এসেছিল, যাতে দেখা যাচ্ছে বিয়েতে আস্থানার পরিবার বেশ কিছু স্থান পেয়েছিল উপহার হিসেবে। যদিও, ক্যাটারিং কিংবা অন্য পরিষেবার মূল্য মেটানো হয়েছিল চেকে কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 17 =