কলকাতা 

সুস্থ হয়ে কলকাতায় ফিরলেন সোমেন মিত্র

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেস নেতা সোমেন মিত্র সুস্থ হয়ে শনিবার কলকাতায় ফিরে এলেন। তাঁর কলকাতায় ফিরে আসাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে শিয়ালদা ষ্টেশনে অগনিত মানুষ হাজির হয়েছিলেন। সাধারণ মানুষের ভিড়ে জননেতা সোমেন মিত্রকে ষ্টেশন চত্বর থেকে বের করতে বেশ খানিকটা সময় লেগে যায়। উল্লেখ্য, গত মাসে এআইসিসি-র বিশেষ অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে এআইএমস-এ ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে সোমেন মিত্র ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ হিসেবে প্রথম সারিতে অবস্থান করছেন। জননেতা হিসেবে শুধু নিজের দলের কর্মী সমর্থকদের জন্য নয়, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মানুষেরা এখনও সোমেন মিত্রকে তাঁদের আপনজন মনে করে থাকেন।এহেন রাজনীতিবিদের অসুস্থতার খবরে দলমত নির্বিশেষে তাঁর অনুরাগীরা গভীর উদ্বেগের মধ্যে ছিলেন।শনিবার তাঁর আসার খবর পেয়ে শিয়ালদহ স্টেশনে যেভাবে অগণিত মানুষ তাঁকে আনতে গিয়েছিলেন তা দেখে রাজনৈতিক মহল মনে করছেন,মানুষের পাশে থেকে যাঁরা কাজ করেন তাদেরকে মানুষ ভুলতে পারে না।
সাধারণ মানুষের এই ভিড় দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন জননেতা সোমেন মিত্র। তিনি তাঁর উচ্ছ্বাসকে চোখের জলের মাধ্যমে প্রকাশ করেন।তাঁর স্ত্রী শিখা মিত্র আবেগ তাড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন,এইসব মানুষের প্রার্থনায় আমার স্বামীকে ফিরিয়ে আনতে পেরেছি।এদিন সোমেনবাবুর সঙ্গে তাঁর স্ত্রী,পুত্র রোহন মিত্র সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মী ছিলেন।

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =