জেলা 

বিজেপিকে বীরভুমের মাটিতে চ্যালেঞ্জ জানালেন অনুব্রত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : বিজেপিকে আবার চ্যালেঞ্জ জানালেন বীরভুম জেলার তৃণমুল সভাপতি অনুব্রত মন্ডল । বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি নাচুনি মেয়ে বলে কটাক্ষ বলেছেন ক্ষমতা থাকলে বীরভুমে লোকসভা ভোটে দাঁড়াক । চিংড়ি মাছের মতো লাফিয়ে লাভ নেই। এটা বীরভূম। মানুষের উন্নয়নের পাশে রয়েছে তৃণমূল। সভায় আসা দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, তৃণমূল খাদ্যসাথী দিয়েছে। সবুজ সাথী দিয়েছে। আর কী দাবি, তা জানাতে বলেন তিনি। তিনি আরও বলেন ,বিজেপি কর্মী তাপস বাগদির মৃত্যু প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, খুনের রাজনীতি করি না, করবও না।

দিন কয়েক আগে লাভপুরের দাঁড়কায় বিজেপি কর্মী তাপস বাগদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। মৃতের বাড়ির তরফে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় থানায়। খবর পেয়েই সেখানে  বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় গিয়ে বলেছিলেন, বীরভূম সন্ত্রাসের আঁতুড় ঘর, যার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। লাভপুরে লকেট চট্টোপাধ্যায়ের যাওয়া প্রসঙ্গে অনুব্রত মণ্ডল নাম না করে বলেন, নাচুনি নেচে গেল।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 15 =