কলকাতা 

সাধারন ও মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করার লক্ষ্যে নতুন অরাজনৈতিক সংগঠন “দিশা”-র আত্মপ্রকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাইমুল ইসলাম, কলকাতা:  আমরা ‘ক’জন এর উদ্যোগে সাধারণ মানুষের স্বার্থে  যে সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল অবশেষে তা রবিরার ২৮ অক্টোবর  সকলের সামনে “ডেমোক্রেটিক ইনটেগ্রেটি এন্ড সোস্যাল হারমনি অ্যাসোসিয়েশন(দিশা)” সংগঠন রূপে যাত্রা শুরু করল ।
এদিন যক্ষ্মা নিবারণী সমিতির সভাকক্ষে প্রকাশ পায় “দিশা” বঞ্চিত, নিপীড়িত সম্প্রদায়ের নিরাপত্তা, শিক্ষা-সংস্কৃতি ও উন্নয়নের মঞ্চের উদ্দেশ্য নিয়ে এই দিশার আত্মপ্রকাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর কোর্টের বিচারক শেখ আলফাজ ফেরদাউস,
উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা মহঃ মোজাফ্ফর হোসেন (সভাপতি) তিনি বলেন” অনেকদিন ধরে এমন একটা মঞ্চের কথা ভাবছিলাম আল্লাহ আমার আশা পূরণ করেছে এবং আমি সব দিক দিয়ে এই সংগঠনের সঙ্গে সহযোগিতা করবো”
সংগঠনের সাধারণ সম্পাদক ইফতিকার হোসেন  ” বলেন এই সংগঠন বঞ্চিত, নিপীড়িত সম্প্রদায়ের নিরাপত্তা, শিক্ষা-সংস্কৃতি ও বিভিন্ন সংগঠন ঐক্য মঞ্চ করার লক্ষ্যে গঠন করা হয়েছে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আমিনুল আম্বিয়া ,যুগ্ম সম্পাদক শেখ গোলাম মইনুদ্দিন ,সহ-সম্পাদক আব্দুল মোমিন
মির্জা আজিবুর রহমান , ট্রেজারার ফজলুর রহমান মন্ডল প্রমুখ। বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন আলিপুর কোর্টের বিচারক শেখ আলফাজ ফেরদাউস, শিক্ষক ও সাংবাদিক সেখ ইবাদুল ইসলাম ,শিক্ষক মুজিবর রহমান , শিক্ষক ও সমাজকর্মী সেলিম শাহী , বিশিষ্ট সমাজসেবী আলী আকবর খান প্রমুখ ।

নতুন সংগঠন সাধারন মানুষের মজলুম ও অত্যাচারী মানুষদের ইনসাফ পাইয়ে লক্ষ্যে কাজ করবে বলে সংগঠনের নেতার প্রত্যাশা ব্যক্ত করেছেন ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − eight =