দেশ 

মোদী বিরোধী জোট ২০১৯-এ সফল না হলে , দেশের পরিস্থিতি আরও খারাপ হবে : হার্দিক প্যাটেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১৯-এ দেশজুড়ে মোদী বিরোধী জোট না হলে কেন্দ্র থেকে বিজেপিকে হঠানো সহজ হবে না , রাজনৈতিক পর্যবেক্ষকদের এই ধারনাকে নতুন করে তুলে ধরলেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল । তিনি বলেছেন, দেশের সব আঞ্চলিক দলগুলির উচিত মোদী বিরোধী জোটে সামিল হওয়া । ২০১৯-এ যদি আমরা মোদীকে হঠাতে না পারি তাহলে আগামী দিনে লোকসভা নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে । বিভেদ ভুলে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে হঠানোর লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হার্দিক প্যাটেল ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনশন প্রত্যাহার করে লড়াই জারি রেখেছি । কারণ অনশন করে যদি আন্দোলনের ধার কমে যায় তারচেয়ে বরং অনশন প্রত্যাহার করে রাস্তায় নেমে আন্দোলন করা উচিত । সেই পথই আমরা নিয়েছি । আগামী দিনে গুজরাটে বিজেপি বিরোধী জোট হিসেবে কংগ্রেসের সঙ্গে তার ঐক্য যে বজায় থাকবে তার ইঙ্গিত তিনি দেন । তিনি বলেন, মোদীকে দিল্লি থেকে হঠানোর লক্ষ্যে তিনি সব রকম প্রচেষ্টা চালাবেন ।

Advertisement

উল্লেখ্য, সাম্প্রতিক কালে বিজেপি বিরোধী জোটে অনেকটাই ফাটল লক্ষ্য করা যাচ্ছে । মায়াবতী পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছেন না । অন্যদিকে আপ-নেতা অরবিন্দ কেজরিওয়ালও আগামী লোকসভা নির্বাচনে একা লড়াই করার ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবার ২৯ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত অবিজেপি দলের মুখ্যমন্ত্রীদের ডাকা সম্মেলনে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন । এই প্রেক্ষাপটে হার্দিক প্যাটেলের এই আহ্বান জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 19 =