কলকাতা 

রাম-মন্দির নির্মাণের দাবি নিয়ে রাজ্যের সাংসদ কাছে দরবার করবে বিশ্ব-হিন্দু পরিষদ , চাপ তৈরির নয়া কৌশল সংঘ-পরিবারের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে চাপে রাখতে অভিনব কৌশল নিয়েছে বিশ্ব-হিন্দু পরিষদ । তারা রাম মন্দির নির্মাণের পক্ষে জনমত তৈরি করতে এবার সাংসদদের কাছে দরবার করতে চলেছে । তাদের এই সিদ্ধান্তে শাসক তৃণমূল সহ কংগ্রেস ও সিপিএম যে চাপে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই । কারণ রাজ্যের অধিকাংশ লোকসভা কেন্দ্রের হিন্দু ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ ।

জানা গেছে ,রামমন্দির নির্মাণের পক্ষে জনমত তৈরি করতে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদদের কাছে দরবার করবে বিশ্ব হিন্দু পরিষদ । সংগঠনের মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তা’-র ‘‘সন্ত উচ্চাধিকার সমিতি বৈঠক’’ নামক এক সংবাদে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি লোকসভায় সাংসদদের সঙ্গে ভিএইচপি সদস্যদের দেখা করে রামমন্দির নির্মাণের পক্ষে জনমত তৈরি করতে ৷ প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষের এক বড় অংশ এবং সংগঠনের ‘প্রতিনিধিমন্ডল’ নিজেদের কেন্দ্রের সাংসদের সঙ্গে দেখা করে রামমন্দির নির্মাণের প্রয়োজনীয়তা জানাতে হবে ৷  সেই সাংসদকে অনুরোধ করবেন যাতে তিনি লোকসভায় প্রধানমন্ত্রীকে রামমন্দির তৈরির জন্য চাপ দেন ৷ রামমন্দির তৈরি হলেই রাজ্যের অগণিত রামভক্ত মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা মিটবে ৷

Advertisement

মুসলিম সাংসদদের কাছেও কী রামমন্দিরের দাবি জানানো হবে ? এই প্রশ্নের উত্তরে সংগঠনের মিডিয়া কো-অডিনেটর সৌরিশ মুখোপাধ্যায় বলেন, ‘‘ অবশ্যই ওনাদের কাছেও যাবো ৷ ওনারা নির্বাচিত সাংসদ ৷ ওনাদের লোকসভা কেন্দ্রেও সাধারণ হিন্দুরা রয়েছেন, রামমন্দির যাদের বহুদিনের দাবি ৷’’ তিনি আরও জানিয়েছেন , ‘‘আমরা ২৯ অক্টোবর রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় বেরনোর কথা রয়েছে, তার দিকেই তাকিয়ে রয়েছি ৷ ওটা বেরোলেই আমরা রামমন্দিরের দাবি নিয়ে সাংসদদের কাছে যাবো ৷’

জানা গেছে , রামমন্দিরের পক্ষে জনমত তৈরি করার লক্ষে বিশ্ব-হিন্দু পরিষদ ইদরিশ আলী সহ রাজ্যের বেশ কয়েকজন মুসলিম সাংসদের সঙ্গে দেখা করবে। সেখানে তারা এঁদের কাছে দাবি জানাবেন যাতে প্রধানমন্ত্রীকে তাঁরা অনুরোধ করেন রামমন্দির নির্মাণের জন্য । এর ফলে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল সহ সব রাজনৈতিক দলই এরাজ্যে চাপে থাকবে । আসলে চাপ সৃষ্টি করার লক্ষেই বিশ্ব হিন্দু পরিষদ মুসলিম সাংসদদের কাছে রাম-মন্দির নির্মাণের দাবি নিয়ে দরবার করতে যাচ্ছে ।

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + 19 =