কলকাতা 

বাংলা দখলের লক্ষে বিজেপির মূল টার্গেট রাজ্যের মুসলিম ভোট

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্যের মুসলিম ভোটে থাবা বসাতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি । অসমের নাগরিক পঞ্জী ইস্যুতে যেভাবে দিলীপ ঘোষরা মন্তব্য করছিলেন তাতে এরাজ্যের মুসলিম বিব্রত ও শংঙ্কাবোধ করছিল । মুসলিমদের মন থেকে সেই ভীতি দূর করার জন্য গত বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতার মহেশ্বরী সদনে বিজেপি-র সংখ্যালঘু মোর্চার দুদিনের এক প্রশিক্ষণ শিবিরের আযোজন করা হয় । বিশেষ সূত্রে জানা গেছে , বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ মুকুল রায়ের উদ্যোগেই এ ধরণের প্রশিক্ষণ শিবির হয়েছে । সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন সহ রাজ্য বিজেপি-র প্রথম সারির নেতারা ।

কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন এই সভায় কর্মীদের বলেছেন , মুসলমানদের ঘরে ঘরে গিয়ে বোঝাতে বিজেপি মুসলিম বিরোধী দল নয় । তারা তোষণের রাজনীতি করে না । তারা উন্নয়নের রাজনীতি করে । নির্বাচনের আগে বিজেপি এই রাজ্যে মুসলিম ভোটের কিছু অংশ টানেতে তৎপরতা দেখাচ্ছে । এই প্রশিক্ষণ শিবির তারই প্রমাণ।

Advertisement

রাজনৈতিক মহল মনে করছে , এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে কিংবা আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফল করতে হলে কমপক্ষে ৪-৫ শতাংশ মুসলিম ভোট পেতে হবে তা না হলে বাংলায় বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ।

প্রশিক্ষণ শিবিরে ছিলেন অরবিন্দ মেনন থেকে দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে অন্যান্য শীর্ষ নেতারা। বাংলার দায়িত্বে আসা অরবিন্দ মেনন স্পষ্টতই জানান, সংখ্যালঘুদের প্রতি যে বিজেপির দায়বদ্ধতা রয়েছে, তা প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে গেঁথে দিতে হবে। বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুরা কতটা ভালো আছেন, তা জানাতে হবে মুসলিমদের। সেইসঙ্গে বোধাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মুসলিম তোষণ করে এসেছেন ভোটের জন্য। কোনও সংখ্যালঘু উন্নয়ন করেননি, তাই বিজেপিই শ্রেয় বোঝাতে হবে সংখ্যালঘুদের।


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + twelve =