দেশ 

ওয়েটিং লিস্টে থাকলেও এবার কনফার্ম হবে টিকিট !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : আপনার নামও কি দূরপাল্লার ট্রেনের ওয়েটিং লিস্টে রয়েছে? তাহলে আর চিন্তা নেই। এখন থেকে ওয়েটিং লিস্টে থাকলেও আপনি করতে পারবেন ট্রেন সফর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয় রেলের তরফেই আনা হচ্ছে এই নয়া স্কিম। এই নতুন স্কিম অনুযায়ী আপনার টিকিট ওয়েটিংয়ে থাকলেও আপনি পেয়ে যাবেন ট্রেনের কনফার্ম সিট। সম্প্রতি IRCTC এই সংক্রান্ত নতুন একটি যোজনা চালু করতে চলেছে। সেই যোজনার মাধ্যমেই মিলবে আপনার পুনরায় অন্য ট্রেনের কনফার্ম টিকিট। তবে এই যোজনার বিকল্প ট্রেনে কনফার্ম টিকিট তাঁরাই পাবেন যারা এই লিস্টে থাকবেন।
ইতিমধ্যেই এই পরিষেবা পেতে চলেছে দিল্লি-লখনউ এবং দিল্লি-জম্মু সেক্টরে চালু করে দেওয়া হয়েছে। বুকিং কোটা বা অনুমোদন ছাড়া সমস্ত যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য। বিকল্প যোজনা যারা সিলেক্ট করেছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে কেবল তাদের ক্ষেত্রেই বিকল্প ট্রেনের সুবিধা দেওয়া হবে। এর জন্য কোনও বাড়তি চার্জ দিতে হবে না। এছাড়া দুই ট্রেনের ভাড়ার মধ্যে কোনও পার্থক্য থাকলেও কোনও টাকা ফেরত দেওয়া হবে না? এক পিএনআর-এর যাত্রীদের বিকল্প ট্রেনে সমান কোচ দেওয়া হবে। বিকল্প ট্রেনে ওয়েটিং লিস্টে আর আপনাকে দেখানো হবে না। যখন লিস্ট তৈরি হবে তখন কনফর্ম, ওয়েটিং এবং আলাদা একটি লিস্ট তৈরি হবে বিকল্প ট্রেনের ক্ষেত্রে। যে ট্রেনের টিকিট কেটেছেন তা দিয়েই বিকল্প ট্রেনে যাত্রা করতে পারবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 2 =