কলকাতা 

মোদী বিরোধী মঞ্চে ‘না’ মমতার ! ২০১৯ -এর মহাযুদ্ধের আগেই টালমাটাল বিরোধী জোট ?

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আপাতত ফুটছে গোটা দেশ। কেন্দ্রের বিজেপি সরকারের পতনের জন্য চেষ্টার কোনও রকম ত্রূটি রাখছে না বিরোধী পক্ষ। কংগ্রেসকে সামনে রেখে এক পদ্মের বিরুদ্ধে এক মহাজোটের রঙ্গমঞ্চ তৈরির পথে এগোচ্ছে দেশের বিরোধী পক্ষ। অন্যদিকে, ঢাল তলোয়ার দুই’ই সামনে রেখে রাজনীতির খেলা বেশ ভালভাবেই খেলে চলেছে মোদী-শাহ জুটি। তবে বিরোধী পক্ষের আক্রমণাত্মক মহাজোটের মাঝে হঠাৎ সামান্য হলেও ঘটল ছন্দ পতন। মোদী বিরোধিতায় দিল্লিতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সম্মেলনে মোদী বিরোধী অন্যতম মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন না বলে জানিয়ে দিলেন স্পষ্ট ভাবে। আর সেখান থেকেই নতুন করে শুরু হল জল্পনা।
এমনিতে মোদী বিরোধী মুখ হিসাবে গোটা দেশে রাহুলের পরই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। যে কোনও সভা মঞ্চে তিনি দাঁড়ালেই রোষানলে বিদ্ধ করেন মোদী তথা  বিজেপিকে। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২৯ ও ৩০ অক্টোবর নয়াদিল্লিতে ‘সরকারি প্রশাসন যন্ত্রের পতন’ শীর্ষক এক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গৃহযুদ্ধে টালমাটাল সিবিআই বিজেপি সরকারের উপর চাপ বাড়াতে এই সম্মেলনে আমন্ত্রন জানানো হয়েছিল দেশের সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীকে। মহাজোটের অংশ হিসাবে গোটা দেশে বিরোধীদের কাছে স্বনামধন্য মমতার সেই অনুষ্ঠানে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাঁর এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও আহত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তথা জোট সঙ্গীরা।
লোকসভার আগে বিরোধী মঞ্চের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে কেন যোগ দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? বিশেষ সূত্রের খবর, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া যে আমন্ত্রনপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন তাতে সাড়া না দেওয়ার মূল কারণ হিসাবে তিনি জানিয়েছেন, আগামী ২৯ অক্টোবর থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এই ধরনের যে কোনও সম্মেলন হচ্ছে তার কোনও আগাম খবর ছিল না তাঁর কাছে। এদিকে রাজ্যে দুর্গাপূজা শেষ হলেও সামনে রয়েছে কালি পূজা, এহেন সময়ে রাজ্যের বাইরে কোথাও যেতে ইচ্ছুক নন মমতা। সেই কারণেই কেজরির আমন্ত্রন ফিরিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − five =