কলকাতা 

ফের পদ খোয়ালেন শোভন! কেবল ‘মেয়র’ কুর্সি রইল পড়ে, বান্ধবী বৈশাখীর জন্যই কি ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের কানন, এখন দলে ক্রমশ ব্রাত্য হয়ে যাচ্ছেন । মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দলে যে গুরুত্ব কমছে তা বোঝা গিয়েছিল কয়েক মাস আগেই। একের পর এক দায়িত্ব থেকে ক্রমশ অব্যাহতি দেওয়ার পর ফের আরেক পদ থেকে বরখাস্ত করা হল শোভনকে। পুর দলের সভাপতি পদ থেকে শোভনকে সরিয়ে সেই জায়গায় বসানো হল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
এতদিন রাজ্যের সমস্ত পুরসভা সাংগঠনিক ভাবে দেখার গুরুদায়িত্ব ছিল শোভনের উপর।

কিন্তু সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল তাঁকে। গতকাল নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী নিজের মুখে এই ঘোষণা করলেও এই সিদ্ধান্ত যে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা আর বলার অপেক্ষা রাখে না। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, ও স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স মামলা; এই দুই কারণেই মূলত দীর্ঘদিন ধরে খবরে রয়েছেন মেয়র। ঘটনাচক্রে, এই অবস্থানের কারণে শোভনের উপর বহুদিন ধরেই ক্ষুব্ধ মমতা। মেয়র আবার নিজেও রাজনৈতিক কেরিয়ারে ইতি টানার ইঙ্গিত জানিয়েছিলেন।
ক্রমেই দলের সঙ্গে শীতল সম্পর্কের কারণে একের পর এক পদ কেড়ে নেওয়া হয়েছিল শোভনের। পরিবেশমন্ত্রক কেড়ে নেওয়া হয়েছিল আগেই। এরপর দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতির পদ কেড়ে নেওয়া হয়। এবার তাঁর থেকে কেড়ে নেওয়া হল পৌর দলের কর্তৃত্বও। সব মিলিয়ে দলে ক্রমশ কোণঠাসা হওয়ার সঙ্গে সঙ্গে পদ ও খোয়াতে হচ্ছে শোভনকে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + 13 =