দেশ 

নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে সিবিআই-র দুই উচ্চপদস্থ অফিসার সহ কয়েকজনকে বদলী বা ছুটিতে পাঠানো হয়েছে : অরুন জেটলি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ সংবাদদাতা : সিবিআই-এর দুই উচ্চপদস্থ অফিসারের দ্বন্দ্বকে ঘিরে দেশজুড়ে প্রবল বির্তক শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেন । মূলত তাঁরই নির্দেশে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা ও জয়েন্ট ডিরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়েছে । একইসঙ্গে এই দুজন অফিসারের দুটি অফিসকে সিল করে দেওয়া হয়েছে । সিবিআই দপ্তর জুড়ে তল্লাশী চালানো হয়েছে । যা স্বাধীন ভারতে নজীরবিহীন ঘটনা । নতুন সিবিআই ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এম নাগেশ্বর রাওকে । আর এনিয়ে বিরোধী দল থেকে শুরু করে সমাজকর্মীদের আক্রমণের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এখানেই শেষ নয় অপসারিত সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা তাঁর অপসারণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। শুক্রবার সেই মামলার শুনানী ।

   এই প্রেক্ষাপটেই দেশজুড়ে সমালোচনা আবহাওয়ার মধ্যেই কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষে সাফাই দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দেশের অর্থ মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী অরুণ জেটলি । তিনি আজ সাংবাদিকদের বলেন, সিবিআই একটি অন্যতম প্রধান তদন্তকারী সংস্থা। স্বচ্ছ্ব তদন্তের কিছু শর্ত রয়েছে। সেটা মেনেই দুজনকে ছুটিতে পাঠানো হয়েছে।স্বচ্ছতাকে হাতিয়ার করেই ডিরেক্টরকে দোষ দিয়েছেন স্পেশাল ডিরেক্টর। স্পেশাল ডিরেক্টরকে অভিযুক্ত করেছে সিবিআই। সিবিআইয়ের দুজন সবচেয়ে বড় অফিসারের নাম এসেছে। তাহলে কে তদন্ত করবে? এদের অধঃস্তনরা তো করতে পারবে না। আর সরকারও তদন্ত করবে না।
অরুণ জেটলি এদিন সাংবাদিকদের জোর দিয়ে বলেছেন,নিরপেক্ষ ও  স্বচ্ছ তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।  তদন্তে যাতে স্বচ্ছতা থাকে সেটা দেখতেই এটা করা হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − two =