জেলা 

হাওড়ার খালনার বিখ্যাত লক্ষ্মী পুজোয় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর প্রচার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক : হাওড়া জেলার জয়পুর, আমতা,বাগনান থানার খালনা ,বাঁকড়ো বাঁকুড়া, জোঁকা এলাকায় ধনলক্ষ্মী কোজাগরী লক্ষ্মীপূজা ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বশ্রী কন‍্যাশ্রী র চিত্র একনজরে মা মাটি মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী জননেত্রী মা মাটি মানুষের সরকারের মুখ‍্যমন্ত্রী মমতা ময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত পরিবার ও পরিবারের গৃহ লক্ষ্মী কন‍্যারা পঠন পাঠানে উৎসাহি বছরে ৭৫০ টাকা করে ও এককালীন ২৫হাজার টাকা করে অনুদান পাচ্ছে। নারী শিক্ষা প্রসারে সহায়তা প্রদান কন‍্যাশ্রী এক ও দুই ।

হাওড়া জেলার ১৪ ব্লক ও কর্পোরেশন, মিউনিসিপ্যাল মিলিয়ে ১৭ টা ক্ষেত্রে নতুন ও রিনিউআল চলছে পুরোদমে। ঘনশ‍্যামচকের আম্বিয়া বেগম, উলুবেড়িয়ার গৌতম রায়,আন্দুলের বলাই ধাড়া রা জানান যে কিছুটা হলেও প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা তাদের উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠছে।কন‍্যাশ্রী এক ২০১৮_১৯ বর্ষে নতুন ৮৬৫৩ , রিনিউ আল ৭১৩৫৮, এ পর্যন্ত অনুমোদন পাওয়া গেছে ৭৫৭৫৭, লক্ষ্য মাত্রা ৪৩৪৪৪ র কাজ চলছে পুরোদমে।আর কন‍্যাশ্রী দুই চিত্রে দেখা যায় যে ১৪০৭১,১০৮২৬,( ৮৫৯৮ উচ্চ শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা করে পাবেন) বলে জানা গেছে পর্যায় ক্রমে অফিসিয়াল কাজ চলছে।

Advertisement

বর্তমানে স্কুল ও কলেজে ছাত্রর তুলনায় ছাত্রী শিক্ষার্থীদের শিক্ষার আঙ্গীনায় বেশি বেশি করে দেখা যাচ্ছে তাহলে কি ছাত্র শিক্ষার্থী বা পরিবার কর্ম সংস্থান করতে জীবন যাপন জীবিকার তাগিদে উৎসাহ হারিয়ে ফেলেছেন না ঘাটতি দেখা যাচ্ছে,আসল সঠিক কারণ খুঁজে বের করতে আত্মসমীক্ষার সচেতনতার অভাব দেখা দিয়েছে নজর দিতে হবে সকলকেই। বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মতো সার্বজনীন দূর্গা পূজা বড়ো উৎসব হলেও জয়পুর থানার খালনা, আমতার বাঁকুড়া বাঁকড়ো,বাগনান থানার জোঁকা এলাকায় বড়ো উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে।

কোথাও আজ থেকে তিন দিন ব্যাপী পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানঘিরে মাতোয়ারা ৮_৮০ বছর বয়সের সকলেই। সার্বজনীন চেহারা নিয়েছে বিশ্বশ্রী আমাদের রাজ‍্যের কন‍্যাশ্রী। কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে এলাকার সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক অসিত বরণ মিত্র, অরুনাভ রাজা সেন, আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল এলাকাবাসী ও আগত দর্শনার্থীদের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা, অভিনন্দন জানিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। জয়পুর বাগনান বাস চলাচল পূর্বের ন্যায় নিয়ন্ত্রণ করা হবে ।খালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুনু মণ্ডল জানান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে সমস্ত রকম ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগ বাজেটের পূজা মণ্ডপে থিমের কাজ শেষের পথে ও নানান ধরনের প্রতিমা পূজা মণ্ডপে আস্তে আরম্ভ করেছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 − two =