দেশ 

‘ডেডলাইন’ দিল এসবিআই , বন্ধ হয়ে যেতে পারে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা !

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : গতির জীবনে এখন অনেক কাজই আছে যেটি বাড়িতে বা অফিসে বসে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করেই সারা যেতে পারে। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই ইন্টারনেটের সুবিধা অনেক মানুষেরই কাজ সহজ করে। কিন্তু এবার এই ইন্টারনেট ব্যাঙ্কিং নিয়েই বড়সড় সিন্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
জানা যাচ্ছে, ১ ডিসেম্বর থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা বন্ধ করে দেবে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একটি নির্দেশিকা জারি করে ব্যাঙ্কের তরফে জানান হয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা বজায় রাখতে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নম্বর যুক্ত করতেই হবে। যদি মোবাইল নম্বর যুক্ত না হয় তবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়েরর সুবিধা থেকে বঞ্চিত হবেন নির্দিষ্ট গ্রাহক। অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ব্যাঙ্কে আপনার মোবাইল নম্বর সংযুক্ত আছে কিনা, তা জানতে হলে, প্রথমে লগ অন করতে হবে এসবিআই-এর ওয়েবসাইটে। তারপর, ‘মাই অ্যাকাউন্ট’-এ গিয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে, এরপর যেতে হবে পার্সোনাল ডিটেলস-এ এবং দিতে হবে প্রোফাইল পাসোয়ার্ড। পাসোয়ার্ড দেওয়ার পর, নথিভুক্ত মোবাইল নম্বর দেখা যাবে। তবে যারা এখনও মোবাইল নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত করেননি, তাঁদের নির্দিষ্ট শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × one =