দেশ 

দেশে ফিরেই পদত্যাগ করলেন বিদেশ প্রতিমন্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর ?

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রবিবার সকালেই নাইজেরিয়া থেকে সরাসরি দিল্লি এসেছেন দেশের বিদেশ প্রতিমন্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর । মহাত্মা গান্ধী ১৫০ তম জন্মবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিনি নাইজেরিয়া গিয়েছিলেন । সেখানে যাওয়ারপর দেশে মিটু-র কোপে পড়েন সম্পাদক ও সাংবাদিক আকবর । রবিবার দিল্লি বিমান বন্দরে পা রাখার আগেই তিনি তাঁর পদত্যাগ পত্র ইমেলে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে । বিশেষ সূত্রে এই  খবর জানা গেছে । তবে দিল্লিতে বিমান থেকে নামার পর সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন,“এ বিষয়ে পরে বিবৃতি দেওয়া হবে।” এর বেশি আর কোনও মন্তব্যই করেননি আকবর।

কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ  করেছেন বেশ কয়েকজন মহিলা সাংবাদিক। তাঁদের অভিযোগ, আকবর যখন সম্পাদক ছিলেন সে সময় যৌন হেনস্থা করেছেন। যৌন হেনস্থার আঁচে ফুটছে বলিউডও। সেই আঁচ থেকে বাদ পড়েনি ক্রিকেট জগতও। কিন্তু এক জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তাঁর পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দলগুলি।

Advertisement

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × four =